নয়া দিল্লি: বেশ কয়েকটি দুর্নীতির মামলায় চাপে রয়েছে দিল্লির আম আদমি পার্টি সরকার। এমনকী দিল্লির স্কুলে শ্রেণিকক্ষ নির্মাণ নিয়েও দুর্নীতির অভিযোগ তুলেছেন দিল্লির এলজি ভিকে সাক্সেনা। এই অবস্থায় বুধবার রাজধানীতে ‘দিল্লি ভার্চুয়াল স্কুল’-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। উদ্বোধনের পর কেজরীবাল জানিয়েছেন, দেশে এই প্রথম ভার্চুয়াল স্কুল চালু করা হয়েছে। ‘দিল্লি ভার্চুয়াল স্কুল’ উদ্বোধনের পর কেজরীবাল জানিয়েছেন, দিল্লি সরকার মূলত মহিলা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করেছে। তিনি বলেন, “এই ভার্চুয়াল স্কুলগুলির বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রীদের কাছে পৌঁছবে, মূলত ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যাদেরকে বিভিন্ন কারণে স্কুলে যেতে দেওয়া হয় না। এমনও অনেকে রয়েছে যাঁরা পারিবারিক চাপের কারণে স্কুলে যেতে পারেন না, তাদের পড়াশুনো ছেড়ে রোজগার করতে হয়, এই স্কুল তাদের পড়াশুনো শিখতে সাহায্য করবে।”
কয়েকদিন আগেই বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল যে দিল্লিতে শিক্ষার মান অত্যন্ত খারাপ। এই অবস্থায় ‘দিল্লি ভার্চুয়াল স্কুল’ উদ্বোধন তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। উদ্বোধনের পর এই সরকারি প্রকল্পকে ‘যুগান্তকারী’ আখ্যা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পড়ুয়ারা অনলাইন ক্লাস করতে পারবে এবং সেখান থেকে শিখতে পারবে। এমনকী ক্লাসের রেকর্ডিংগুলিও ওয়েবসাইটে আপলোড করা হবে। যদি পড়ুয়ারা কোনও কারণে ক্লাস করতে না পারেন, তবে আপলোড হওয়া ভিডিয়ো থেকে তা শিখে নিতে পারবেন।”
নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এই ভার্চুয়াল স্কুল আজ থেকে শুরু হয়ে গিয়েছে। দেশের যে কোনও পড়ুয়া http://www.dmvs.ac.in এই ওয়েবসাইট থেকে নাম নথিভুক্ত করতে পারবেন বলেই জানা গিয়েছে। কেজরীবাল বলেন, “দিল্লি সরকারের এই ভার্চুয়াল স্কুল দিল্লি বোর্ড অব স্কুল এডুকেশন অনুমোদিত। সরকার অনুমোদিত যে কোনও স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ পড়ুয়ারা এই স্কুলে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।” কেজরীবাল জানিয়েছেন, যে পড়ুয়ারা আবেদন করবে, তাদের ওয়েবসাইটে ক্রেডেনশিয়াল দিয়ে দেওয়া হবে এবং তা ব্যবহার করে তারা লাইভ অথবা রেকর্ডেড ক্লাস করতে পারবেন। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার সকলের কাছে শিক্ষা পৌঁছে দিতে চায় কারণ ৭৫ বছর নষ্ট হয়েছে, আর সময় নষ্ট করার কোনও জায়গা নেই।