নয়া দিল্লি: করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দিল্লি। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এগিয়ে এসেছেন কাঁধে কাঁধ মিলিয়ে এই বিপদ মোকাবিলায়। শিক্ষক থেকে সমাজসেবী, পিছিয়ে নেই কেউ। এরকমই একজন শিক্ষক নীতীন তাওয়ার। মানুষের জন্য মানুষের মধ্যে থেকে লড়াই করতে করতে সংক্রমিত হন। মৃত্যুও হয় তাঁর। সেই করোনা-যোদ্ধার পরিবারের সঙ্গে শুক্রবার দেখা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। প্রয়াত শিক্ষকের পরিবারের হাতে তুলে দিলেন ১ কোটি টাকার চেক।
Delhi CM Arvind Kejriwal meets the family of Nitin Tawar, a teacher who succumbed to #COVID19, and hands over a cheque of Rs 1 Crore to them. pic.twitter.com/QZHWrWBwFO
— ANI (@ANI) May 21, 2021
নীতীন দিল্লিরই একটি সরকারি স্কুলে শিক্ষকতা করতেন। করোনার ডিউটি করতে গিয়ে সংক্রমিত হন তিনি। পরে মারাও যান। কেজরীবাল বলেন, “এই কঠিন সময়ে আমাদের শিক্ষকরাও মানুষের সেবায় নিয়োজিত। এরকমই একজন ছিলেন নীতীন তাওয়ারও। আজ তাঁর পরিবারের সঙ্গে দেখা করলাম। আমরা সবরকম ভাবে তাদের পাশে আছি। ভবিষ্যতে সবরকম সহযোগিতা করব।”
মুখ্যমন্ত্রীর কথায়, “জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন নীতীন। ওর শূন্যতা কোনওদিনও পূরণ হবে না। তবে এই আর্থিক সহযোগিতায় কিছুটা সাহায্য করার চেষ্টা করেছি।”