৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস এয়ার ইন্ডিয়ার সার্ভার থেকে, প্রকাশ্যে ক্রেডিট কার্ড নম্বরও

ঋদ্ধীশ দত্ত |

May 22, 2021 | 11:40 PM

এই ৪৫ লক্ষ যাত্রীর তথ্যগুলি অসাধু চক্রের মাধ্যমে ডার্ক ওয়েবে মোটা টাকায় বিক্রি হয়ে গিয়ে থাকতে পারে। যা ভবিষ্যতে আরও বড় নিরাপত্তাহীনতার কারণ হয়ে উঠতে পারে বহু উপভোক্তাদের জন্য।

৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস এয়ার ইন্ডিয়ার সার্ভার থেকে, প্রকাশ্যে ক্রেডিট কার্ড নম্বরও
বিমানবন্দর সূত্রে খবর, পিঁপড়ে হানা দেওয়া ওই বিমানে ভূটানের রাজপুত্রও ছিলেন। বাকি যাত্রীদের মতো তিনিও পিঁপড়ের হামলার শিকার হন। ফিরিয়ে আনার পর যাত্রীদের হালকা চিকিৎসা করা হয়। এরপর তাঁদের অন্য বিমানে চাপিয়ে লন্ডন পাঠানোর ব্যবস্থা করা হয়।

Follow Us

নয়া দিল্লি: এয়ার ইন্ডিয়ার সার্ভার হ্যাক হওয়ার জেরে ফাঁস হয়ে গেল কয়েক লক্ষ উপভোক্তার ব্যক্তিগত তথ্য। ক্রেডিট কার্ড, পাসপোর্ট, জন্মের দিনক্ষণ-সহ একাধিক গোপনীয় তথ্য ফাঁস হয়ে গিয়েছে এই ঘটনার জেরে। এর ফলে কমপক্ষে ৪৫ লক্ষ যাত্রীর গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে এ দিন জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে। একই সঙ্গে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তা হল, এই ঘটনাটি মাসতিনকে আগেই কর্তৃপক্ষের গোচরে এলে তা আজ প্রকাশ্যে আনা হয়েছে।

কর্তৃপক্ষের তরফে একটি স্বীকারোক্তিতে জানানো হয়, “২০১১ সালের ২৬ অগস্ট থেকে শুরু করে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারির মধ্যে এই তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। ক্রেডিট কার্ড, ফোন নম্বর, পাসপোর্টের তথ্য, জন্মতিথি, টিকিটের তথ্যর মতো ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে আমাদের সার্ভার থেকে। গোটা বিশ্বের মোট ৪৫ লক্ষ মানুষের তথ্য ফাঁস হয়েছে।” সবকটি তথ্যের মধ্যে সবচেয়ে স্পর্শকাতর ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হলেও ভয়ের কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছে এয়ার ইন্ডিয়া। পরিবহন সংস্থার দাবি, “আমাদের সার্ভারে সিভিভি বা সিভিসি নম্বর সংরক্ষিত থাকে না। ফলে কোনও টাকা খোয়া যাওয়ার সম্ভাবনা নেই। সার্ভার সুরক্ষিত করার পরও অস্বাভাবিক কোনও গতিবিধি নজরে আসেনি বলেই দাবি করা হয়েছে।”

আরও পড়ুন: জোড়া টিকা নেওয়ার পর করোনায় কোনও পুলিশকর্মীর মৃত্যু হয়নি বাংলায়

যদিও বিষয়টি নজরে আসার পরই প্রয়োজনীয় এবং পর্যাপ্ত সবরকম পদক্ষেপ করা হয়েছে বলে আশ্বাস দিয়েছে দেশের প্রথম সারির কেন্দ্রীয় সরকার অধিগৃহীত এই যাত্রীবাহী বিমান সংস্থা। যে যে যাত্রী কোনও না কোনও সময়ে এই বিমানে পরিষেবা নিয়েছেন, তাঁদের একটা বড় অংশের মধ্যে উৎকণ্ঠা দেখা গিয়েছে। সাইবার বিশেষজ্ঞদের অনুমান, এই ৪৫ লক্ষ যাত্রীর তথ্যগুলি অসাধু চক্রের মাধ্যমে ডার্ক ওয়েবে মোটা টাকায় বিক্রি হয়ে গিয়ে থাকতে পারে। যা ভবিষ্যতে আরও বড় নিরাপত্তাহীনতার কারণ হয়ে উঠতে পারে বহু উপভোক্তাদের জন্য। সেই কারণে মেইল করে সকল যাত্রীদের নিজেদের পাসওয়ার্ড বদলে ফেলার আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।

আরও পড়ুন: নারদ মামলায় পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট

Next Article