Student Stripped: মাঝরাতে নগ্ন করা হল দুই ছাত্রীকে! তুলকালাম রাজধানীর নার্সিং কলেজ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 04, 2023 | 6:52 PM

দিল্লির এলএনজেপি হাসপাতালে রয়েছে অহল্যাবাই কলেজ অব নার্সিং। সেই কলেজের নার্সিংয়ে বিএসসি কোর্সে পাঠরতা চূড়ান্ত বর্ষের ছাত্রীদের হেনস্থার অভিযোগ উঠেছে হস্টেল ওয়ার্ডেনের বিরুদ্ধে। ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হস্টেল ওয়ার্ডেনের ব্যাগ থেকে আট হাজার টাকা খোয়া গিয়েছিল। তাঁর ধারণা ছিল, এই দুই ছাত্রীই তাঁর ব্যাগ থেকে টাকা চুরি করেছেন।

Student Stripped: মাঝরাতে নগ্ন করা হল দুই ছাত্রীকে! তুলকালাম রাজধানীর নার্সিং কলেজ
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: কলেজ ছাত্রীদের হেনস্থা করার অভিযোগ উঠল হস্টেল ওয়ার্ডেনের বিরুদ্ধে। টাকা চুরি করেছে- এই সন্দেহে দুই ছাত্রীকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। গভীর রাতে তাঁদের ডেকে নগ্ন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে ওয়ার্ডেনের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লিতে। সেখানকার একটি নার্সিং কলেজের পাঠরতা ছাত্রীদের হস্টেলে হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ। ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ। নার্সিং ছাত্রীদের অভিভাবকরা অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর অভিযুক্ত হস্টেল ওয়ার্ডেনকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে কলেজ কর্তৃপক্ষও।

দিল্লির এলএনজেপি হাসপাতালে রয়েছে অহল্যাবাই কলেজ অব নার্সিং। সেই কলেজের নার্সিংয়ে বিএসসি কোর্সে পাঠরতা চূড়ান্ত বর্ষের ছাত্রীদের হেনস্থার অভিযোগ উঠেছে হস্টেল ওয়ার্ডেনের বিরুদ্ধে। ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হস্টেল ওয়ার্ডেনের ব্যাগ থেকে আট হাজার টাকা খোয়া গিয়েছিল। তাঁর ধারণা ছিল, এই দুই ছাত্রীই তাঁর ব্যাগ থেকে টাকা চুরি করেছেন। সেই সন্দেহে দুই ছাত্রীকে নগ্ন করে ওয়ার্ডেন তল্লাশি চালান বলে অভিযোগ। কিন্তু দুই ছাত্রীর থেকে কোনও টাকা উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ছাত্রীদের হেনস্থার খবর পেয়ে তাঁদের অভিভাবকরা পরের দিন কলেজে আসেন। এবং কলেজ কর্তৃপক্ষ ও হস্টেল ওয়ার্ডেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নম্বর ধারায় মামলা দায়ের করে পুলিশ। প্রথমে আইপি এস্টেট থানায় অভিযোগ দায়ের হলেও পরে সেই মামলা তিলক মার্গ থানায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ অফিসার। এই ঘটনার পর অহল্যাবাই নার্সিং কলেজের ছাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। ঘটনার তদন্তের জন্য প্রিন্সিপালের নেতৃত্বে একটি তদন্তদল গঠন করেছে কলেক কর্তৃপক্ষ। পুলিশও ঘটনার তদন্ত করছে।

Next Article