নয়া দিল্লি: আবগারি কেলেঙ্কারিতে নাম জড়াতেই এবার সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। রবিবার সকালেই সিবিআইয়ের তরফে মণীশ সিসোদিয়া সহ ১৪ জনের নামে লুকআউট নোটিস জারি করা হয়। এরপরই মণীস সিসোদিয়া টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, তিনি দিল্লিতে স্বাধীনভাবে ঘোরাফেরা করলেও, তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে।
এদিন সকালে দিল্লির উপমুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, “আপনার সমস্ত তল্লাশি অভিযান ব্যর্থ হয়েছে, এক টাকার গরমিলও পাননি। এবার আপনি আমার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করাচ্ছেন যে আমায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কী ধরনের নাটক মোদীজী? আমি তো প্রকাশ্যে দিল্লিতে ঘুরে বেড়াচ্ছি। বলুন কোথায় যেতে হবে? আপনি আমায় খুঁজে পাচ্ছেন না?”
आपकी सारी रेड फैल हो गयी, कुछ नहीं मिला, एक पैसे की हेरा फेरी नहीं मिली, अब आपने लुक आउट नोटिस जारी किया है कि मनीष सिसोदिया मिल नहीं रहा। ये क्या नौटंकी है मोदी जी?
मैं खुलेआम दिल्ली में घूम रहा हूँ, बताइए कहाँ आना है? आपको मैं मिल नहीं रहा?— Manish Sisodia (@msisodia) August 21, 2022
উল্লেখ্য, সিবিআইয়ের তরফে এদিন সকালেই আবগারি কেলেঙ্কারি মামলায় এফআইআরে যাদের নাম উল্লেখ ছিল, তাদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, অভিযুক্তরা যাতে বিনা অনুমতিতে দেশ ছেড়ে যেতে না পারেন, তার জন্যই লুকআউট নোটিস জারি করা হয়েছে।
আপ সরকারের তরফে গতবছর দিল্লির যে নতুন আবগারি নীতি আনা হয়েছিল, তাতেই দুর্নীতির অভিযোগ উঠেছে। কিছু ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই কোটি কোটি টাকার বিনিময়ে তাদের মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছিল বলে অভিযোগ। দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার নির্দেশেই তদন্ত শুরু করা হয়। গত শুক্রবারই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়ি সহ সাতটি রাজ্য়ের ৩১টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। আবগারি নীতি নিয়ে যে এফআইআর দায়ের করেছে সিবিআই, তাতে মণীশ সিসেদিয়া সহ মোট ১৫ জনের নাম রয়েছে।
যদিও আপ সরকারের দাবি, কেন্দ্রের তরফে চক্রান্ত করেই এই তদন্ত চালানো হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহার করছে বিজেপি। গতকালই মণীশ সিসোদিয়া সাংবাদিক বৈঠক করে বলেন, “বিজেপির নেতারা আবগারি নীতি নিয়ে হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন, কিন্তু এফআইআরে মাত্র ১ কোটি টাকা উল্লেখ রয়েছে। আসলে সমস্যা আবগারি নীতি নিয়ে নয়, বিজেপির সমস্যা অরবিন্দ কেজরীবালকে নিয়ে। কেন্দ্রের বিকল্প শক্তি হিসাবে যেভাবে অরবিন্দ কেজরীবাল উঠে আসছেন, তা বিজেপি মেনে নিতে পারছে না। সেই কারণে আপ সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।”