নয়া দিল্লি: করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল রাজধানী। একেবারে পর্যুদস্ত করে ছেড়েছে দিল্লির মানুষকে, দিল্লির সরকারকে। এদিকে চিকিৎসকরা বলছেন, এরপরও বাকি রয়েছে তৃতীয় ঢেউ। সবদিক মাথায় রেখে এবার আগেভাগেই করোনার তৃতীয় ঢেউকে রুখতে প্রস্তুতি শুরু করে দিল কেজরীবাল সরকার। পরবর্তী অ্যাকশন প্ল্যান ঠিক করতে ১৩ সদস্যের কমিটি তৈরি করল দিল্লি সরকার।
একইসঙ্গে আট সদস্যের আরও একটি কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটির সদস্যরা কোভিড-১৯’র তৃতীয় ঢেউ মোকাবিলায় রণকৌশল ঠিক করবে। এই দুই কমিটির মাথায় বসানো হয়েছে আইএএস আধিকারিক সত্য গোপালকে। তিনি আবার এসিএস (পাওয়ার) ও করোনার নোডাল অফিসারও।
স্বাস্থ্য বিভাগের তরফে জারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ সদস্যর কমিটি বর্তমান পরিস্থিতির দিক বিচার করে স্বাস্থ্য পরিকাঠামো যেমন হাসপাতাল, অক্সিজেন প্ল্যান্ট, ওষুধ সংক্রান্ত যা কিছু ব্যবস্থা রাখা দরকার তার একটি রেখচিত্র তৈরি করবে। তৃতীয় ঢেউয়ের আগেই সবরকম ব্যবস্থা করে রাখা হবে।
আরও পড়ুন: করোনা আবহেই মাথা চাড়া দিচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, দিল্লিতে সংক্রমণকে মহামারী ঘোষণা
অন্যদিকে এদিনই দিল্লি সরকার ঘোষণা করেছে, রাজধানীতে অক্সিজেনের অভাবে প্রাণ হারানো করোনা রোগীদের পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। কারা কারা এই সহায়তা পাবেন তা ঠিক করতে ছয় চিকিৎসকের একটি কমিটিও তৈরি করেছে। কমিটি সপ্তাহে দু’বার বৈঠক করবে। তারা দেখবে হাসপাতালে অক্সিজেন ঠিকমত ব্যবহার করা হচ্ছে কি না। কমিটির কাছে অধিকার থাকবে প্রয়োজনে সংশ্লিষ্ট হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, কর্মী ও স্টোরেজ সম্পর্কিত যে কোনও তথ্য খতিয়ে দেখার।