করোনা আবহেই মাথা চাড়া দিচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, দিল্লিতে সংক্রমণকে মহামারী ঘোষণা

এবার থেকে ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) সংক্রান্ত সমস্ত বিষয়টি আইনের আওতায় চলে এল, তাই সরকারি নির্দেশ লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

করোনা আবহেই মাথা চাড়া দিচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, দিল্লিতে সংক্রমণকে মহামারী ঘোষণা
প্রতীকি ছবি
Follow Us:
| Updated on: May 27, 2021 | 10:23 PM

নয়া দিল্লি: একেবারে গোদের উপর বিষ ফোঁড়া। একদিকে করোনায় (COVID-19) যখন কাবু রাজধানী। গত দু’দিনে কোনওমতে সংক্রমণকে বাগে আনতে পেরেছে। সেই সময় দিল্লি সরকারের উদ্বেগ বাড়াচ্ছে মিউকরমাইকোসিস নামে ছত্রাক-সংক্রমণ। গত কয়েকদিনের পরিস্থিতি এতটাই উদ্বেগের যে, রাজধানীতে মিউকরমাইকোসিসকে মহামারী হিসাবে ঘোষণাও করা হয়েছে।

দিল্লি সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যে ভাবে রাজধানীতে এই সংক্রমণ বাড়ছে তাতে পরিস্থিতি চিন্তার। পরিসংখ্যানে দেখা গিয়েছে, গত ২১ মে দিল্লিতে প্রায় ২০০ জন মিউকরমাইকোসিস রোগী ছিলেন। পাঁচদিনের মাথায় বুধবার সংখ্যাটা ৬২০ হয়। আর গত একদিনে অর্থাৎ বৃহস্পতিবার ছত্রাক সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৩ জন।

আরও পড়ুন: ‘এত কথা না বলে নিয়ম কানুন মেনে চলুন’, টুইটারকে সতর্ক বার্তা কেন্দ্রের

বৃহস্পতিবার থেকে মিউকরমাইকোসিসকে মহামারী আইন ১৮৯৭-এর আওতায় নিয়ে এসেছে দিল্লি সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে কোনও তথ্য প্রকাশ করতে গেলে সেখানে স্বাস্থ্য দফতরের অনুমোদন লাগবে। একইসঙ্গে সমস্ত সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রক, আইসিএমআর এই সংক্রমণ সংক্রান্ত যে গাইডলাইন, তা মেনে চলতে হবে। যেহেতু এবার থেকে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রান্ত সমস্ত বিষয়টি আইনের আওতায় চলে এল, তাই সরকারি নির্দেশ লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।