ভিডিয়ো: ‘তাঁদের বাবাও গ্রেফতার করতে পারবে না আমায়’, বিতর্কে ঘি রামদেবের
রামদেবের এই ভিডিয়ো বিতর্ক উসকে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
দেরাদুন: অ্যালোপেথি সংক্রান্ত মন্তব্যের জেরে যোগগুরু রামদেবের সঙ্গে শীর্ষ চিকিৎসক সংগঠন আইএমএর (IMA) তরজা চরমে। এর মধ্যেই বিতর্ক উসকে দিল রামদেবের নতুন ভিডিয়ো। অ্যালোপেথি চিকিৎসার জন্যই মানুষের মৃত্যু হয়েছে, এ কথা বলার পর রামদেবকে মানহানির ১,০০০ কোটি টাকার নোটিস পাঠিয়েছিল আইএমএ। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে রামদেবের দেশদ্রোহিতার মামলা করার আর্জি জানিয়েছিল আইএমএ। তারপরই রামদেবকে গ্রেফতার করার হ্য়াশট্যাগ ট্রেন্ডিং হয়েছিল নেট মাধ্যমে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, রামদেব বলছেন, “তাঁদের বাবাও আমায় গ্রেফতার করতে পারবে না।”
Arrest to unka baap bhi nahi kar sakta ? Pardon me but this is not the language of an INDIAN SAGE. This guy has brought disgrace to BHAGWA vastra and entire Hinduism. pic.twitter.com/eNCXsGrqkS
— TheSpeakingScalpel (@DrSaurav5) May 25, 2021
(ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা)
রামদেব আরও বলেন, “তাঁরা শুধু একটা আওয়াজ তৈরির চেষ্টা করছে। যেমন ঠগ রামদেব, মহাঠগ রামদেব, গ্রেফতার রামদেব।” বেশ কয়েকদিন আগে রামদেবের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে অ্যালোপেথি চিকিৎসাকে ‘দেউলিয়া’ তকমা দেন তিনি। তারপরই রামদেবের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে আইএমএ। স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন টুইট করে রামদেবকে মন্তব্য প্রত্যাহার করার নির্দেশ দেন। এরপর আইএমএ রামদেবকে মানহানির নোটিস ধরায়।
রামদেবকে লিখিত ও ভিডিয়ো বিবৃতির মাধ্যমে ক্ষমা চাইতে বলে আইএমএ। এই আবহে রামদেবের এই ভিডিয়ো বিতর্ক উসকে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
ঠিক কী বলেছিলেন রামদেব?
যোগগুরুকে বলতে শোনা গিয়েছিল, “অ্যালোপ্যাথিক একটি দেউলিয়া বিজ্ঞান। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার কারণেই হয়েছে।” তাঁর এই মন্তব্য যে দেশের গোটা চিকিৎসক সমাজ এবং সংগঠনের জন্য চরম অবমাননাকর বলে দাবি করা হয়েছে শীর্ষ চিকিৎসক সংগঠনের তরফে। তিনি আগেও এই ধরনের একাধিক ন্যক্কারজনক মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেছে আইএমএ। এমন স্পর্শকাতর পরিস্থিতির মধ্যে এই ধরনের মন্তব্য যাতে গ্রাহ্য না করা হয় সেই কারণে মহামারি আইন কাজে লাগিয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের-সহ বাবা রামদেবকে গ্রেফতার করার দাবি জানানো হয়েছে কেন্দ্রের কাছে।
আরও পড়ুন: সঙ্কট মেটাতে বিদেশি টিকার অনুমোদনে নিয়ম বদলাল কেন্দ্র