নয়াদিল্লি: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল দিল্লি সরকারের এক সিনিয়র আধিকারিকের বিরুদ্ধে। নির্যাতিতা নাবালিকা অভিযুক্তের আধিকারিকের বন্ধুর মেয়ে। মাসের পর মাস ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এর জেরে অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে ওই নাবালিকা। তখন তাকে গর্ভপাত করানো হয় বলে অভিযোগ। অভিযুক্ত আধিকারিকের স্ত্রী গর্ভপাত করাতে সাহায্য করেন বলে অভিযোগ। দিল্লি পুলিশ অভিযুক্ত সরকারি আধিকারিক এবং তাঁর স্ত্রীর ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং পকসো আইনে মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা স্কুলে পড়েন। ২০২০ সালে তার বাবার মৃত্যু হয়। এর পরই অভিযুক্ত তাঁকে নিজের বাড়ি নিয়ে এসেছিল। সেখানেই দিনের পর দিন ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। স্ত্রীর মদতেই এই কাজ অভিযুক্ত করতেন বলে অনুমান পুলিশেরষ। ধর্ষণের জেরে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন অভিযুক্ত স্ত্রীকে তা জানান। তখন ওষুধের মাধ্যমে নাবালিকার গর্ভপাত করানো হয় বলে অভিযোগ। এর পরেও নাবালিকার উপর অত্যাচার থামেনি।
সম্প্রতি ওই নাবালিকা যৌন হেনস্থার অভিযোগ করেন পুলিশে। তার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে নির্যাতিতার চিকিৎসা চলছে একটি হাসপাতালে। তার বয়ানও ম্যাজিস্ট্রেটের কাছে নথিভুক্ত করা হয়েছে।