নয়াদিল্লি: স্বল্পবসনা হয়ে সম্প্রতি দিল্লি মেট্রোয় উঠেছিলেন এক তরুণী। সেই তরুণীর ছবি-ভিডিয়ো ব্যাপক হারে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পরই ওই তরুণীর সমালোচনায় সরব হন নেটিজেনদের একাংশ। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ জানতে চেয়েছিলেন, ওই তরুণীর পরিচয়। পাশাপাশি তিনি উরফি জাভেদকে নকল করছেন কি না, তাও জানতে চেয়েছিলেন নেটিজেনরা। সম্প্রতি ওই যুবতীর সাক্ষাৎকার নিয়েছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম। সেই সাক্ষাৎকারে নিজের খোলামেলা পোশাকের ব্যাপারে মুখ খুলেছেন ওই তরুণী। জনসমক্ষে স্বল্পবসনা হয়ে ঘুরে বেড়াবেন কি না, তা একান্তই নিজের ব্যক্তিগত বিষয় বলে জানিয়েছেন তিনি। এমনকি নেটিজেনদের সমালোচনাকেও ‘ডোন্ট কেয়ার’ মনোভাব দেখিয়েছেন তিনি।
Another video of Delhi Metro.
If this is an example of WOMEN EMPOWERMENT, then alas our young generation GIRLS can be victim of such EMPOWERMENT ?♂️
And this is exactly what SHAMELESS FEMINISTS want.
I would call it CULTURAL GEN*CIDE.#delhimetro @OfficialDMRC pic.twitter.com/BrmjBQ3u32— Barkha Trehan ?? / बरखा त्रेहन (@barkhatrehan16) March 31, 2023
দিল্লি মেট্রোর স্বল্পবসনা হয়ে ঘুরে বেড়ানো ওই তরুণীর নাম রিদিম ছানানা। তিনি প্রথম বর্ষের ছাত্রী। তাঁর বাড়ি পঞ্জাবে। যদিও পড়াশোনার কারণে দিল্লিতেই থাকেন তিনি। পোশাক নিয়ে নেটিজেনদের সমালোচনার প্রসঙ্গে ১৯ বছরের ওই তরুণী বলেছেন, “আমি কী পোশাক পরব তা আমার স্বাধীনতা। প্রচার পাওয়ার জন্য বা স্টান্ট দেখাতে আমি এই কাজ করিনি। তাই লোকে কী বলল তা আমি কেয়ার করি না। আমি উরফি জাভেদের দ্বারা অনুপ্রাণিত নই। আমি উনাকে চিনিও না। সম্প্রতি আমার এক বন্ধু উরফির ছবি প্রথম আমাকে দেখায়।”
What is wrong with #delhimetro
? #Girls How can you travel like this in #delhimetro ?#DelhiMetroDiaries #delhi #womenempowement #womensafety #delhipolice #CISF #feminism #feminist #feminists
●Lets see if @OfficialDMRC @DelhiPolice have the guts to ans these ques? pic.twitter.com/IsAabGPJi7— YoursJaskier (@JaskierYours) April 2, 2023
এই ধরনের পোশাক পরা নিয়ে যে তাঁর পরিবারের লোকেরা খুব খুশি নয়। তাও জানিয়েছেন ওই তরুণী। এ ব্যাপারে তরুণী বলেছেন, “আমি রক্ষণশীল পরিবারে বড় হয়েছি। সেখানে এ রকম পোশাক পরার অনুমতি নেই। কিন্তু সম্প্রতি আমি ঠিক করি, আমার যা ইচ্ছা করবে তাই আমি পরবো। এ রমক পোশাক পরে মেট্রোয় আমি অনেক দিন ধরেই যাতায়াত করি। সম্প্রতি তা ভাইরাল হয়েছে। দিল্লির পিঙ্ক লাইনে আমাকে উঠতে দেওয়া হয়নি। কিন্তু মেট্রোর অন্য লাইনে যাতায়াত করতে আমার কোনও অসুবিধা হয়নি।”