Delhi Metro: ‘জনি জনি…’, মেট্রোয় রিলস বানানো আটকাতে কবিতার ‘আশ্রয়’ কর্তৃপক্ষের, দিল কড়া বার্তাও

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jun 18, 2023 | 12:45 AM

দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের পোস্টে লেখা, “জনি জনি! ইয়েস পাপা? মেকিং রিলস ইন মেট্রো? নো পাপা!” এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ওপেন ইয়োর ক্যামেরা, না না না!” এই পোস্টের মাধ্যমে দিল্লি মেট্রোর ভিতর রিল বানানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। রিলস বানানোর পাশাপাশি অশ্লীল কোনও রকম কাজ থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে।

Delhi Metro: জনি জনি..., মেট্রোয় রিলস বানানো আটকাতে কবিতার আশ্রয় কর্তৃপক্ষের, দিল কড়া বার্তাও
আর এক উরফি জাভেদ ঝড় তুললেন দিল্লি মেট্রোয়।

Follow Us

নয়াদিল্লি: সাম্প্রতিক অতীতে একাধিক কারণে খবরের শিরোনামে উঠে এসেছে দিল্লি মেট্রোর নাম। মেট্রোর মধ্যে যুগলের আপত্তিকর অবস্থা হোক বা স্বল্পবসনা হয়ে সোশ্যাল মিডিয়া রিল বানানো। এই সব ঘটনা ঘিরে বিতর্ক ছড়িয়েছিল বিস্তর। দিল্লি মেট্রোর মধ্যে ঘটা এই সব ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের নজরদারি নিয়েও প্রশ্ন ওঠে। মেট্রোর মধ্য রিল বানানো বন্ধ করতে নতুন পদক্ষেপ করল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। দিল্লির মেট্রোর টুইটার হ্যান্ডল থেকে এ নিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। দিল্লি মেট্রোয় রিল বানালে কড়া পরিণতির মুখোমুখি হতে পারে বলে সতর্ক করা হয়েছে সেই পোস্টে। শুধু রিল বানানো নয়, এমন কোনও কাজ থেকেই যাত্রীদের বিরত থাকতে বলা হয়েছে যা সহযাত্রীর অসুবিধার সৃষ্টি করতে পারে।

দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের পোস্টে লেখা, “জনি জনি! ইয়েস পাপা? মেকিং রিলস ইন মেট্রো? নো পাপা!” এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ওপেন ইয়োর ক্যামেরা, না না না!” এই পোস্টের মাধ্যমে দিল্লি মেট্রোর ভিতর রিল বানানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। রিলস বানানোর পাশাপাশি অশ্লীল কোনও রকম কাজ থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে।

এ সংক্রান্ত এক বিবৃতিতে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে বলা হয়েছে, “দিল্লি মেট্রোয় সফরকালে যাত্রীরা দায়িত্ববান আচরণ করবেন বলে আশা রাখছি। সমাজে গ্রহণযোগ্য নিয়ম মেনে চলবেন। অশ্লীলতা এবং অবভ্য আচরণ থেকে যাত্রীদের বিরত থাকতে হবে যাতে সহযাত্রীদের কোনও অসুবিধা না হয়। এই নির্দেশ মেনে না চলছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের অপারেশন এবং মেনটেন্যান্স আইনের ৫৯ নম্বর ধারায় ব্যবস্থা নেওয়া হবে।” এই ধারায় মোটা টাকা জরিমানা হতে পারে শালীনতা ভঙ্গকারী বা নেশাগ্রস্ত অবস্থায় সফর করা যাত্রীদের।

Next Article