Delhi-Mumbai Expressway: জয়পুর থেকে দিল্লি আরও কম সময়ে, দ্বার খুলে দিলেন মোদী

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 12, 2023 | 6:25 PM

Delhi-Mumbai Expressway: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের একাংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে দিল্লি থেকে জয়পুর এখন আরও কম সময়ে পৌঁছনো যাবে।

Delhi-Mumbai Expressway: জয়পুর থেকে দিল্লি আরও কম সময়ে, দ্বার খুলে দিলেন মোদী
গ্রাফিক্স সৌজন্যে: টিভি৯ বাংলা

Follow Us

জয়পুর: রবিবার দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের (Delhi-Mumbai Expressway) দিল্লি-দৌসা-লালসোত অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রিমোটের বোতাম টিপেই এক্সপ্রেসওয়ের এই অংশের সূচনা করলেন মোদী। মঙ্গলবার জনসাধারণের ব্যবহারের জন্য এই অংশটি খুলে দেওয়া হবে। এই এক্সপ্রেসওয়ের ফলে রাজধানী শহর ও জয়পুরের মধ্যে দূরত্ব ৫ ঘণ্টা থেকে কমে ৩-৩.৫ ঘণ্টায় নেমে আসবে।

দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়ের ২৪৬ কিলোমিটার দীর্ঘ দিল্লি-দৌসা-লালসোট অংশটি ১২,১৫০ কোটি টাকারও বেশি খরচে তৈরি করা হয়েছে। আর গোটা দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ১,৩৮৬ কিলোমিটার। দেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে হবে এই দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েটি তৈরির জন্য ৫ টি রাজ্য-দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রের মোট ১৫,০০০ হেক্টর জমি নেওয়া হয়েছে।

এই অনুষ্ঠান থেকে মোদী বলেন, “বিগত ৯ বছর ধরে কেন্দ্রীয় সরকার পরিকাঠামো খাতে ক্রমাগত বিপুল বিনিয়োগ করছে। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে এবং ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডর রাজস্থান ও দেশের অগ্রগতির দুটি শক্তিশালী স্তম্ভ হতে চলেছে।” এই অনুষ্ঠান থেকেই ফের একবার ‘সবকা সাথ, সবকা বিকাশ’মন্ত্র শোনা গেল মোদীর কণ্ঠে। তিনি বলেন, “দেশের জন্য আমাদের মন্ত্র হল, সবকা সাথ সবকা বিকাশ। এই মন্ত্র অনুসরণ করেই আমরা’সমর্থ ভারত’ তৈরি করছি।”

এ দিন দৌসা থেকে মোদী ১৮,১০০ কোটি টাকার রাস্তার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনও করেন। এই অনুষ্ঠানের সময় ২৪৭ কিলোমিটার দৈর্ঘ্যের জাতীয় সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এই সড়ক নির্মাণ খরচ হবে মোট ৫,৯৪০ কোটি টাকা। এদিকে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ ও সড়ক মন্ত্রী নিতিন গডকরী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভিকে সিং ও কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।

Next Article