AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জেএনইউ দেশদ্রোহিতা মামলায় সমন কানহাইয়াকে

গত বছরের ২৭ মার্চই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুমতি দিয়েছিল কেজরীবাল প্রশাসন।

জেএনইউ দেশদ্রোহিতা মামলায় সমন কানহাইয়াকে
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Feb 16, 2021 | 10:42 AM
Share

নয়া দিল্লি: জেএনইউ দেশদ্রোহিতা মামলায় কানহাইয়া কুমারকে (Kanhaiya Kumar) সমন পাঠাল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। দিল্লি পুলিশের চার্জশিট দেখে কানহাইয়া-সহ মোট ১০ জনকে হাজিরার নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। কোর্টের নির্দেশিকা অনুযায়ী, ১৫ মার্চের মধ্যে হাজিরা দিতে হবে কানহাইয়াদের। ক্যাম্পাসে দেশ বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে কানহাইয়া কুমারের বিরুদ্ধে। সেই মামলায় এক বছর আগে জেএনইউর প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমতি পায় দিল্লি পুলিশ।

২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি পার্লামেন্ট হামলায় দোষী সাব্যস্ত আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে মিছিল হয়েছিল জেএনইউ ক্যাম্পাসে। হাউস কোর্টে পেশ করা চার্জশিটে দিল্লি পুলিশ দাবি করেছে, ক্যাম্পাসে কানহাইয়া-সহ অন্যান্য় অভিযুক্তরা দেশবিরোধী স্লোগান দিয়েছেন। সেই চার্জশিটের প্রেক্ষিতেই আদলত থেকে সমন গিয়েছে কানহাইয়া কুমারের কাছে। পাতিয়ালা হাউস কোর্টের বিচারপতি ডঃ পঙ্কজ শর্মার নির্দেশেই সমন পৌঁছেছে উমর খালিদ, অনির্বান ভট্টাচার্য. আকিব হোসেন, মুজিব হোসেন গট্টু, মুনিব হোসেন গট্টু, উমর গুল, রায়েজ রাসুল, বাশরত আলি, খালিদ বাশির ভটের কাছেও।

আরও পড়ুন: দিশা রবির সঙ্গে আজমল কসাবের তুলনা বিজেপি সাংসদের

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ (দেশদ্রোহিতা) ৩২৩, ৪৭১, ১৪৩, ১৪৯, ১৪৭ ও ১২০বি ধারায় মামলা রুজু করেছে করেছে পুলিশ। বিচারপতি পঙ্কজ শর্মা জানিয়েছেন, দিল্লি সরকারের স্বরাষ্ট্র দফতরের অনুমতি মিলেছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। গত বছরের ২৭ মার্চই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুমতি দিয়েছিল কেজরীবাল প্রশাসন। তারপরেই এই মামলায় অভিযুক্ত ১০ জনকে সমন পাঠাল পাতিয়ালা হাউস কোর্ট।