Rahul Gandhi: পড়তে হবে ক্রাইম ব্রাঞ্চের চোখা চোখা প্রশ্নের মুখে, আরও বিপদে রাহুল গান্ধী

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 23, 2024 | 11:00 AM

Parliament Chaos: অভিযোগ ওঠে, রাহুল গান্ধীর ধাক্কাতেই পড়ে গিয়েছিলেন বিজেপি সাংসদ। সেদিনই বিকেলে রাহুলের বিরুদ্ধে এফআইআর করেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। সেই অভিযোগের ভিত্তিতেই রাহুল গান্ধীকে জেরা করা হবে বলে সূত্রের খবর।

Rahul Gandhi: পড়তে হবে ক্রাইম ব্রাঞ্চের চোখা চোখা প্রশ্নের মুখে, আরও বিপদে রাহুল গান্ধী
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: বিপাকে রাহুল গান্ধী। পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে কংগ্রেস সাংসদকে। জানা গিয়েছে, শীতকালীন অধিবেশনে সংসদ চত্বরে ধাক্কাধাক্কির ঘটনায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

গত সপ্তাহেই শীতকালীন অধিবেশন চলাকালীন আম্বেদকর ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস ও বিজেপির সাংসদরা। সংসদের বাইরে মকর দ্বারের সামনে হঠাৎ বচসা, হাতাহাতি বেঁধে যায়। পড়ে গিয়ে আঘাত পান বিজেপির দুই সাংসদ প্রতাপচন্দ্র সারেঙ্গি এবং মুকেশ রাজপুত।

অভিযোগ ওঠে, রাহুল গান্ধীর ধাক্কাতেই পড়ে গিয়েছিলেন বিজেপি সাংসদ। সেদিনই বিকেলে রাহুলের বিরুদ্ধে এফআইআর করেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। সেই অভিযোগের ভিত্তিতেই রাহুল গান্ধীকে জেরা করা হবে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, প্রাথমিক পদক্ষেপ হিসেবে আজ, সোমবার হাসপাতালে ভর্তি দুই বিজেপি সংসদ প্রতাপচন্দ্র সারেঙ্গি এবং মুকেশ রাজপুতের বয়ান রেকর্ড করতে চলেছে ক্রাইম ব্রাঞ্চ। গতকাল রাতেই দিল্লির বেসরকারি হাসপাতালের কাছ থেকে চিকিৎসাধীন দুই সাংসদের মেডিকেল রিপোর্ট নিয়েছে তদন্তকারী আধিকারিকরা।

এর পাশাপাশি, লোকসভার সচিবালয়ের কাছে চাওয়া হয়েছে  সংসদ চত্বরে সেই দিনের ঘটনার সিসিটিভি ফুটেজ।

এদিকে, আম্বেদকর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে জনমত গঠন করতে মরিয়া কংগ্রেসও। আজ দিনভর দেশজুড়ে অমিত শাহের আম্বেদকরকে অপমানের ঘটনার প্রতিবাদে কর্মসূচি পালন করছে কংগ্রেস।

আজই মহারাষ্ট্রে পুলিশ হেফাজতে নিহত আম্বেদকরপন্থী সমাজকর্মীর বাড়িতে যাচ্ছেন রাহুল গান্ধী। চলতি মাসে মহারাষ্ট্রের পরভানিতে সংবিধান অবমাননার ঘটনায় সৃষ্ট ঝামেলায় ধৃত আম্বেদকরপন্থী সোমনাথ সূর্যবংশী পুলিশ হেফাজতে মারা যান। যদিও পুলিশি নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।

Next Article