Delhi COVID-19: ৯৮ শতাংশ আক্রান্তের শরীরেই বাসা বেঁধেছে XBB.1.16 ভ্যারিয়েন্ট! কতটা উদ্বেগের করোনার এই ভ্যারিয়েন্ট?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 07, 2023 | 7:59 AM

COVID-19 New Variant: করোনার এই ভ্যারিয়েন্ট নিয়ে বিশেষ চিন্তার কারণ না থাকলেও, যাদের কো-মর্ডিবিটি রয়েছে এবং যাদের অত্যাধিক ওজন, তাদের সংক্রমণ নিয়ে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। যারা এখনও বুস্টার ডোজ নেননি, তাদেরও টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Delhi COVID-19: ৯৮ শতাংশ আক্রান্তের শরীরেই বাসা বেঁধেছে XBB.1.16 ভ্যারিয়েন্ট! কতটা উদ্বেগের করোনার এই ভ্যারিয়েন্ট?
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: ফের চিন্তা বাড়াচ্ছে করোনা সংক্রমণ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজারের গণ্ডি পার করেছে। একাধিক রাজ্যেও চিন্তা বাড়াচ্ছে সংক্রমণের হার। এরমধ্য়ে অন্য়তম হল রাজধানী দিল্লি। সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০৬ জন। করোনার এই বাড়বাড়ন্তের জন্য করোনার নতুন এক্সবিবি.১.১.১৬ ভ্যারিয়েন্টকেই দায়ী করছেন গবেষক-বিশেষজ্ঞরা। দিল্লিতে নতুন করে করোনা আক্রান্তদের মধ্য়ে ৯৮ শতাংশের নমুনাতেই করোনার এই ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। তবে এই ভ্যারিয়েন্ট নিয়ে এখনই চিন্তার কোনও কারণ নেই বলে জানান ইন্সটিটিউট অব লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সের চিকিৎসক এসকে সারিন।

বিগত কয়েক সপ্তাহ ধরেই দিল্লিতে করোনা সংক্রমণ বাড়ছে। বুধবারই দিল্লিতে সংক্রমণের হার ২৫ শতাংশ পার করেছে। একদিনেই দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-র গণ্ডি পার করেছিল। বৃহস্পতিবার সেই আক্রান্তের সংখ্যা আরও ১০০ বেড়ে ৬০৬-এ দাঁড়িয়েছে। সংক্রমণের বাড়বাড়ন্তের কারণ হিসাবে আইএলবিএস হাসপাতালের ডিরেক্টর তথা চিকিৎসক এসকে সারিন বলেন, “করোনার এক্সবিবি.১.১৬ ভ্যারিয়েন্টই দায়ী। এই ভ্যারিয়েন্টের কারণে হঠাৎ করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই ভ্যারিয়েন্ট প্রাণঘাতী না হলেও, অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে।”

তিনি বলেন, “সংক্রমণের হঠাৎ বৃদ্ধি হলেও এখনও অবধি করোনায় মৃত্যুহার কমই রয়েছে। যারা করোনার এক্সবিবি.১.১৬ ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে সাধারণ উপসর্গ হল কাশি ও সর্দি। যারা সংক্রমিত হচ্ছেন, তাদের ফুসফুস, হৃৎপিন্ড, যকৃৎ ও মস্তিষ্কে দীর্ঘকালীন প্রভাব পড়তে পারে।”

করোনার এই ভ্যারিয়েন্ট নিয়ে বিশেষ চিন্তার কারণ না থাকলেও, যাদের কো-মর্ডিবিটি রয়েছে এবং যাদের অত্যাধিক ওজন, তাদের সংক্রমণ নিয়ে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। যারা এখনও বুস্টার ডোজ নেননি, তাদেরও টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

দিল্লিতে বর্তমানে সংক্রমণের হার ২৬.৫৪ শতাংশ, যা বিগত ১৫ মাসে সর্বোচ্চ হার। এর আগে গত বছরের জানুয়ারি মাসে দিল্লিতে সংক্রমণের হার ৩০ শতাংশ পার করেছিল। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০৬ জন। করোনায় মৃত্য়ু হয়েছে ১ জনের। রাজ্যে নতুন করে সংক্রমণ বাড়তেই দিল্লি সরকার কড়া নজর রাখছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, যেকোনও পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত সরকার।

Next Article
Rahul Gandhi: রাহুল গান্ধী কি কখনও প্রধানমন্ত্রী হবেন? উত্তরে ChatGPT যা বলল…
Online Betting Advertisement: জুয়া-বেটিংয়ের কোনও বিজ্ঞাপন দেওয়া যাবে না সংবাদমাধ্য়মে, কড়া নির্দেশ কেন্দ্রের