নয়া দিল্লি: নভেম্বরেই ঠান্ডায় জবুথুবু রাজধানী! বৃহস্পতিবার সকালে দিল্লির তাপমাত্রা নামল ৮ ডিগ্রি সেলসিয়াসে। আর এটাই এখনও পর্যন্ত দিল্লির শীতলতম সকাল। তাপমাত্রা নামার পাশাপাশি কুয়াশার চাদরেও মুখ ঢেকেছে রাজধানী। ফলে এদিন সকালে দিল্লির দৃশ্যমানতা অনেকেটাই কমে যায়। বাতাসের মানও নেমে গিয়েছে।
মৌসম ভবন সূত্রে খবর, এদিন সকালে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা চলতি মরশুমের মধ্যে নিম্নতম। তবে আগামী ২৭ নভেম্বর, রবিবারের মধ্যে রাজধানীর তাপমাত্রা আরও নেমে ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে বলে আবহবিদদের পূর্বাভাস। সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলেও আবহবিদদের দাবি।
আবহবিদদের এই পূর্বাভাস অবশ্য এটা নতুন নয়। চলতি সপ্তাহেই রাজধানীর তাপমাত্রার পারদ ৮ ডিগ্রি সেলসিয়াসে নামবে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। চলতি সপ্তাহের গোড়ায় দেওয়া মৌসম ভবনের পূর্বাভাস মোতাবেক, বৃহস্পতিবার পর্যন্ত দিল্লির তাপমাত্রা ৯ ডিগ্রির মধ্যে থাকবে। শুক্রবার পারদ আরও একধাপ নেমে ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলেও শনিবার ফের পারদ একধাপ ওঠার সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে আবার পারদ-পতন ঘটবে।
তাপমাত্রা কমার পাশাপাশি চলতি সপ্তাহের গোড়া থেকেই কুয়াশার চাদরে মুখ ঢাকছে রাজধানী। যার ফলে বাতাসের মানও অনেকটা নেমে গিয়েছে। গত বুধবার রাজধানীর বাতাস ‘খারাপ’ হিসাবে রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল ৯টা ১০ মিনিট নাগাদ দিল্লির বাতাসের গুণমান ছিল (AQI) ২৩৭।
প্রসঙ্গত, বাতাসের গুণমানের স্কেল (Air Quality Index) অনুযায়ী, সাধারণত, বাতাসের গুণমান ২০১ থেকে ৩০০-র মধ্যে থাকলে সেটিকে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ হলে ‘খুব খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০ হলে ‘গুরুতর’ হিসাবে গণ্য করা হয়।