G-20 Summit: জি-২০ সম্মেলনের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ? সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দিল্লি ট্র্যাফিক পুলিশের অ্যাডভাইজরিতে

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Sep 02, 2023 | 12:00 AM

Delhi Traffic Advisory: দিল্লির ট্র্যাফিক পুলিশের তরফে ইতিমধ্যেই যান চলাচলের বিষয়ে একটি গাইডলাইন ও অ্যাডভাইজ়রি তৈরি করা হয়েছে। সেই তথ্য ট্র্যাফিক পুলিশের তরফে নিজেদের ওয়েবসাইটে ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়েছে।

G-20 Summit: জি-২০ সম্মেলনের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ? সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দিল্লি ট্র্যাফিক পুলিশের অ্যাডভাইজরিতে
জি-২০ সম্মেলনের প্রস্তুতি
Image Credit source: TV9 Network

Follow Us

এবারের জি-২০ সম্মেলনের আয়োজক দেশ ভারত। আর সেই সম্মেলনের জন্য জোরকদমে প্রস্তুতি চলছে রাজধানী দিল্লিতে। আর এসবের মধ্যে দিল্লিবাসী ও যাঁরা নিত্যদিন আশপাশের এলাকা থেকে দিল্লিতে আসেন, তাঁদের মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে। বিশেষ করে রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে কী ভাবনা-চিন্তা চলছে, তা নিয়ে কৌতুহল জন্মাচ্ছে আমজনতার মনে। সোশ্যাল মিডিয়াতেও এসব নিয়ে বিভিন্ন রকম তথ্য ছড়িয়ে পড়ছে, কোনওটা অর্ধ ও অসম্পূর্ণ তথ্য আবার কোনওটা একেবারেই ভুয়ো তথ্য। এমন অবস্থায় মানুষজন যাতে অকারণে বিভ্রান্ত না হন, তা নিশ্চিত করতে তৎপর দিল্লির ট্র্যাফিক পুলিশ। যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, তার জন্য বদ্ধপরিকর দিল্লির ট্র্যাফিক পুলিশ।

দিল্লির ট্র্যাফিক পুলিশের তরফে ইতিমধ্যেই যান চলাচলের বিষয়ে একটি গাইডলাইন ও অ্যাডভাইজ়রি তৈরি করা হয়েছে। সেই তথ্য ট্র্যাফিক পুলিশের তরফে নিজেদের ওয়েবসাইটে ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়েছে। জি-২০ সম্মেলন নিয়ে আমজনতার মনে যাবতীয় যা কিছু প্রশ্ন রয়েছে, সব উত্তর এখানে খুব সহজভাবে তুলে ধরা হয়েছে।

জি-২০ বৈঠক নিয়ে মানুষের মনে সাধারণ কিছু কৌতূহল

প্রশ্ন- দিল্লিতে জি-২০ সম্মেলন কোথায় আয়োজিত হবে?
উত্তর- আগামী ৯-১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজিত হতে চলেছে নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপে। দেশ-বিদেশ থেকে জি-২০ সম্মেলনে যোগ দিতে আসা প্রতিনিধিরা রাজঘাট, ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট ও জাতীয় কৃষি গবেষণা কেন্দ্রও ঘুরে দেখবেন।

প্রশ্ন- জি-২০ শীর্ষ সম্মেলনের কেমন প্রভাব পড়তে পারে দিল্লির ট্র্যাফিক ব্যবস্থার উপর?
উত্তর- আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত নয়াদিল্লি এবং আশপাশের বেশ কিছু এলাকার জন্য যান চলাচলের জন্য গাইডলাইন তৈরি করা হয়েছে। মেট্রো রেল পরিষেবার উপর যাতে কোনও প্রভাব না পড়ে এবং অন্যান্য গণপরিবহণও যাতে কিছু নিয়ম মেনে চলাচল করতে পারে, তা নিশ্চিত করতে তৎপর দিল্লি ট্র্যাফিক পুলিশ।

আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে

নয়াদিল্লি মিউনিসিপ্যাল ​​কাউন্সিল (NDMC) এলাকার বাইরে ৪৮ নম্বর জাতীয় সড়ক ছাড়া আর কোথাও সাধারণ যান চলাচলের উপর কোনও প্রভাব পড়বে না।

সব ওষুধের দোকান, মুদির দোকান, দুধের দোকান, সবজি/ফলের দোকান খোলা থাকবে।

ছাড় দেওয়া হচ্ছে সরকারি কর্মচারী, সংবাদমাধ্যমের কর্মী, ডাক্তার এবং প্যারামেডিকদের জন্য। যেসব জায়গায় সাধারণের যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে, সেখানে তাঁরা ব্যক্তিগত গাড়ি কিংবা সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন।

দিল্লিতে যে বাস ও অন্যান্য বাণিজ্যিক গাড়িগুলি রয়েছে, সেগুলি ছাড়া অন্যান্য গাড়িকে রিং রোড ও দিল্লির সীমানার দিকে রিং রোড ছাড়া অন্যান্য রাস্তায় স্বাভাবিকভাবেই চলাচল করতে দেওয়া হবে। ফলে বিমানবন্দর বা রেলওয়ে স্টেশনে যাত্রীদের আসা-যাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। জি-২০ সম্মেলন চলাকালীনও এই ব্যবস্থা চালু থাকবে।

যে সব গাড়ির অনুমোদন রয়েছে, সেগুলিকে নয়াদিল্লিতে চলাচলের অনুমতি দেওয়া হবে। নয়া দিল্লির হোটেল, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে হাউস কিপিং, কেটারিং, বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে পরীক্ষা করে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

এই সময়ে যাত্রীরা যাতে মেট্রো পরিষেবা বেশি করে ব্যবহার করেন, সেই পরামর্শও দিচ্ছে দিল্লি ট্র্যাফিক পুলিশ। প্রতিটি স্টেশন থেকেই মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

গোটা দিল্লিতে নির্ঝঞ্ঝাট পরিবহণের জন্য বিকল্প ব্যবস্থা

দিল্লি ট্র্যাফিক পুলিশের তরফে জি-২০ সম্মেলনের সময় সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, তারজন্য বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন গণপরিবহণগুলির সময়সূচি কী রয়েছে এবং সেখানে কোনও সাময়িক বদল হচ্ছে কি না, সেই বিষয়ে সরকারি ঘোষণার দিকে নজর দিতে বলা হচ্ছে সাধারণ মানুষকে। রিয়েল-টাইম ট্র্যাফিক আপডেট সংক্রান্ত আরও তথ্যের জন্য, জি-২০ ট্র্যাফিক ভার্চুয়াল হেল্প ডেস্ক থেকে সাহায্য নেওয়ার কথাও বলা হচ্ছে। এর জন্য নীচের লিঙ্কগুলি দেখে নেওয়া যেতে পারে।

https://traffic.delhipolice.gov.in/dtpg20info,

Delhi Traffic Police Website

https://traffic.delhipolice.gov.in

Facebook page https://www.facebook.com/dtptraffic

Twitter handle https://twitter.com/dtptraffic

Instagram page https://www.instagram.com/dtptraffic

WhatsApp Number 8750871493

Helpline Numbers 1095/011-25844444

Delhi Police official Website – https://delhipolice.gov.in.

কী কী বন্ধ থাকবে, কী কী চালু থাকবে

প্রশ্ন: দিল্লিতে জি-২০ সম্মেলনের সময় কি গণপরিবহণে কোনও নিষেধাজ্ঞা থাকবে?

উত্তর- নিরাপত্তার খাতিরে গণপরিবহণ ব্যবস্থায় কিছু নিয়ন্ত্রণ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, ৭-১১ সেপ্টেম্বর অর্থাৎ জি-২০ সম্মেলন চলাকালীন কিছু রুটে গণপরিবহণ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

তবে বিমানবন্দর, রেলওয়ে, মেট্রো পরিষেবা, আন্তঃরাজ্য বাস এবং শহরের মধ্যের বাস, টিএসআর/ট্যাক্সি চলাচল করবে। আন্তঃরাজ্য বাসগুলিকেও দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে নয়াদিল্লি এলাকায় সিটি বাস পরিষেবা পাওয়া যাবে না।

নয়াদিল্লিতে ৯ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত কোনও টিএসআর ও ট্যাক্সি চলাচল করবে না। তবে, নয়াদিল্লির হোটেলগুলিতে থাকা পর্যটকদের যাতায়াতের জন্য ট্যাক্সিগুলিকে চলাচলের অনুমতি দেওয়া হবে।

প্রশ্ন- জি-২০ সম্মেলনের সময় কি দিল্লিতে লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হবে?

উত্তর: দিল্লিতে জি-২০ সম্মেলনের সময় লকডাউনের মতো পরিস্থিতি একেবারেই থাকবে না। সমস্ত ওষুধের দোকান, মুদির দোকান, দুধের দোকান, সবজি/ফলের দোকান দিল্লিজুড়ে খোলা থাকবে।

প্রশ্ন: জি-২০ সম্মেলনের সময় কি প্রগতি ময়দানের কাছে পার্কিং পাওয়া যাবে?
উত্তর: নিরাপত্তার কারণে এবং জি-২০-তে আগত প্রতিনিধিদের চলাচলের কারণে, সম্মেলন চলাকালীন প্রগতি ময়দানের কাছে পার্কিং পরিষেবা শুধুমাত্র অনুমোদিত গাড়িগুলির জন্যই থাকবে। তাই, ওই সময়ে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবহণের বিকল্প উপায়গুলি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই কারণে যাত্রীরা যাতে মেট্রো পরিষেবা বেশি করে ব্যবহার করেন, সেই পরামর্শও দেওয়া হয়েছে।

প্রশ্ন: দিল্লিতে জি-২০ সম্মেলনের জন্য ট্র্যাফিক বিধি কত সময় কার্যকর থাকবে?
উত্তর- ৭-১১ সেপ্টেম্বর পর্যন্ত নিরাপত্তার কারণে দিল্লিতে কিছু ট্র্যাফিক নিয়ম কঠোর করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও সুবিধার জন্য প্রয়োজন অনুযায়ী এই নিয়ম বলবৎ থাকবে।

Next Article