নয়া দিল্লি: ধর্ষকদের মৃত্যুদণ্ডের সাজা নিয়ে প্রশ্ন তুলে চরম বিতর্কের মুখে পড়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট। নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গ তুলে ধর্ষকদের ফাঁসির সাজা দেওয়ার পরই ধর্ষিতাদের খুন করার প্রবণতা বেড়েছে, এমনই বলেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। তাঁর এই বিতর্কিত মন্তব্যের জন্য রবিবার দিল্লির মহিলা কমিশন কড়া সমালোচনা করে। মহিলা কমিশনের তরফে বলা হয়, “রাজস্থানের মুখ্য়মন্ত্রীর উচিত ধর্ষকদের ভাষা ব্যবহার বন্ধ করা।”
গত সপ্তাহেই শুক্রবার মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভে পথে নেমেছিল কংগ্রেস। সেই কর্মসূচির মাঝেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশেক গেহলট বলেন, “যবে থেকে ধর্ষকদের ফাঁসিতে ঝোলানোর আইন প্রণয়ন হয়েছে, তবে থেকেই দেশে ধর্ষণের পর খুনের ঘটনা বৃদ্ধি পেয়েছে।” ২০১২ সালের দিল্লির গণধর্ষণের ঘটনা, যা নির্ভয়া কাণ্ড নামেই পরিচিত, তার উদাহরণ টেনেও গেহলট বলেন, “নির্ভয়া কাণ্ডের পর ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরপরই ধর্ষিতাদের খুনের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ধর্ষণের পর প্রমাণ লোপাট করতে ধর্ষকরা নির্যাতিতাদের খুন করছে। দেশজুড়েই এই ঘটনা সম্পর্কে রিপোর্ট আসছে। এটা অত্যন্ত বিপজ্জনক একটি প্রবণতা।”
রাজস্থানের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় উঠেছে। দিল্লি মহিলা কমিশনের তরফে অশোক গেহলটকে সতর্ক করে বলা হয়, “নির্ভয়া কাণ্ড নিয়ে তাঁর মন্তব্য অত্যন্ত অসংবেদনশীল এবং তা ধর্ষিতাদের মনে আঘাত করতে পারে”। মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল বলেন, “রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের উচিত ধর্ষকদের ভাষা ব্যবহার করা বন্ধ করা। যেভাবে উনি নির্ভয়া কাণ্ড নিয়ে ঠাট্টা করেছেন, তাতে ধর্ষিতাদের মনে আঘাত দিয়েছে। আমরা অনেক কষ্ট করে, লড়াই করে এই আইন এনেছি যেখানে ছোট ছোট শিশুদের ধর্ষককে ফাঁসির সাজা দেওয়া হয়।”
রাজস্থানে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করেও তিনি বলেন, “এই ধরনের অপ্রয়োজনীয় মন্তব্য় না করে, মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দায়িত্ব হল নিজের রাজ্যে কঠোরভাবে আইন প্রণয়ন করা, কারণ রাজস্থানেও প্রচুর ধর্ষণের ঘটনা ঘটে।”
উল্লেখ্য, শুধু অশোক গেহলটই নন, এর আগে ধর্ষকদের ফাঁসির সাজার বিরোধিতা করেছিলেন সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবও। তিনি বলেছিলেন, “ধর্ষণের জন্য ফাঁসির সাজা দেওয়া ভুল। ছেলেদের ভুল হয়ে যায়। আমরা যদি ক্ষমতায় আসি, তবে আইনে পরিবর্তন আনব।”