Delhi air quality: দিল্লিতে রাতভর আচমকা বৃষ্টিতে সামান্য স্বস্তি, দূষণ পরিস্থিতির উন্নতি হল কই?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 10, 2023 | 8:43 AM

Delhi air quality: প্রতিদিন যেভাবে দিল্লির দূষণ পরিস্থিতির অবনতি হচ্ছিল, তা সাময়িকভাবে বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। বস্তুত, শুক্রবার সকালে দিল্লি রাজধানী এলাকার বায়ুর গুণমান সূচকে সামান্য উন্নতিও ধরা পড়েছে। সিস্টেম অব এয়ার কোয়ালিটি ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চের দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৭টায় শহরের সামগ্রিক বায়ুর গুণমান সূচক ছিল ৩৯৮। গত কয়েকদিন ধরে এই সূচক একটানা ৪৫০-এর উপরে ছিল।

Delhi air quality: দিল্লিতে রাতভর আচমকা বৃষ্টিতে সামান্য স্বস্তি, দূষণ পরিস্থিতির উন্নতি হল কই?
বৃষ্টিতে সামান্য স্বস্তি রাজধানীতে
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: বায়ু দূষণের জেরে দিল্লি রাজধানী এলাকাকে বলা হচ্ছে গ্যাস চেম্বার। দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে ‘কৃত্রিম বৃষ্টি’ নামানোর সিদ্ধান্ত নিয়েছে অরবিন্দ কেজরীবাল সরকার। এরই মধ্যে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে দিল্লিতে আবহাওয়ার দেখা গেল আকস্মিক পরিবর্তন। রাতভর রাজধানীর বেশ কয়েকটি এলাকায় হল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। প্রতিদিন যেভাবে দিল্লির দূষণ পরিস্থিতির অবনতি হচ্ছিল, তা সাময়িকভাবে বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। বস্তুত, শুক্রবার সকালে দিল্লি রাজধানী এলাকার বায়ুর গুণমান সূচকে সামান্য উন্নতিও ধরা পড়েছে। সিস্টেম অব এয়ার কোয়ালিটি ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চের দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৭টায় শহরের সামগ্রিক বায়ুর গুণমান সূচক ছিল ৩৯৮। গত কয়েকদিন ধরে এই সূচক একটানা ৪৫০-এর উপরে ছিল।


তবে, এই এক রাতের সামান্য বৃষ্টিতে বায়ুর গুণমানের বিশেষ পরিবর্তন হয়নি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, শুক্রবারও দিল্লি এবং তার আশেপাশের অঞ্চলগুলির বায়ুর গুণমান ‘খুব খারাপ’ বিভাগেই রয়ে গিয়েছে। সিস্টেম অব এয়ার কোয়ালিটি ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চের তথ্য অনুসারে, অশোক বিহারে বায়ুর গুণমান সূচক ছিল ৪৬২, আরকে পুরমে ৪৬১, পঞ্জাবি বাগে ৪৬০ এবং আইটিও-তে ৪৬৪। গুরুগ্রামেও বায়ুর গুণমান রয়েছে ‘গুরুতর’ বিভাগেই, একিউআই ৪১৬। ফরিদাবাদ এবং নয়ডাতেও বায়ুর গুণমান সূচক, যথাক্রমে ৪৫৭ (গুরুতর) এবং ৩৭৫ (খুব খারাপ) রেকর্ড করা হয়েছে। বায়ুর গুণমান বা একিউআই-এর ছয়টি বিভাগ রয়েছে – ‘ভালো’ (০-৫০), ‘সন্তোষজনক’ (৫০-১০০), ‘মাঝারি দূষিত’ (১০০-২০০), ‘খারাপ’ (২০০-৩০০), ‘খুব খারাপ’ (৩০০-৪০০) এবং ‘গুরুতর’ (৪০০-৫০০)।


ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং লোধি রোডে বায়ুর গুণমানের সামান্য উন্নতি হয়েছে। শুক্রবার সকালে এই দুই জায়গার একিউআই ছিল যথাক্রমে ৩৯১ এবং ৩৯৮। বায়ুর গুণমানে সেই রকম পরিবর্ত ধরা না পড়লেও, বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী। সংবাদ সংস্থা এএনআই-কে স্থানীয় এক ব্যক্তি বলেছেন, “বৃষ্টির পর আজ আবহাওয়া বেশ ভাল রয়েছে। আগে সর্বত্র ধোঁয়াশা ছিল, কিন্তু আজ বেশ ভাল লাগছে। তবে, বয়স্ক ব্যক্তিদের অবশ্যই নিজেদের বিশেষ যত্ন নিতে হবে। ঘর থেকে বের হলে অবশ্যই তাঁদের মাস্ক ব্যবহার করা উচিত।


এদিকে, দূষণ বিরোধী পদক্ষেপগুলির বাস্তবায়ন নিশ্চিত করতে মন্ত্রীদেরও মাঠে নামিয়েছে দিল্লি সরকার। বৃহস্পতিবার দিল্লির বেশ কয়েকজন মন্ত্রীকে প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে দিল্লির সংযোগকারী বিভিন্ন এলাকা এবং সীমানা এলাকাগুলি পরিদর্শন করতে দেখা গিয়েছে। বৃহস্পতিবার রাতে সিংগু সীমান্তে গিয়েছিলেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। তিনি বলেন, “জাতীয় রাজধানীতে দূষণের মাত্রা দেখে অপ্রয়োজনীয় জিনিসপত্র বহনকারী ট্রাকের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র সিএনজি এবং বিদ্যুততালিত ট্রাকগুলির প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এর জন্য সমস্ত সীমান্তে পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল আমি আবার হরিয়ানা এবং উত্তর প্রদেশ সরকারকে ট্রাক প্রবেশ নিষিদ্ধের বিষয়ে একটি চিঠি লিখব।”

Next Article