নয়াদিল্লি: আবগারি নীতি দুর্নীতি মামলায় এমনিতেই বিরোধীদের নিশানায় আম আদমি পার্টি। আর দিল্লিতে বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে আরও অস্বস্তি বাড়ল অরবিন্দ কেজরীবালের দলের। দল ছাড়লেন দিল্লির পরিবহণ মন্ত্রী কৈলাস গেহলত। দল ছাড়ার কারণ হিসেবে বললেন, মানুষের অধিকার নিয়ে আর লড়াই করছে না আপ। কৈলাস গেহলত আপ ছাড়তেই কেজরীবালের দলকে নিশানা করল বিজেপি। যদি আপের সাফাই, বিজেপির চাপে দল ছেড়েছেন কৈলাস।
আবগারি নীতি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছিল অরবিন্দ কেজরীবাল, মণীশ সিসোদিয়ার মতো আপের সর্বোচ্চ নেতাদের। সুপ্রিম কোর্টে এই দুই নেতা জামিন পেয়েছেন। কিন্তু, জামিন পেলেও মুখ্যমন্ত্রিত্ব ছেড়েছেন কেজরীবাল। এখন আর উপমুখ্যমন্ত্রী নেই সিসোদিয়াও।
আর কয়েকমাসের মধ্যে দিল্লিতে বিধানসভা নির্বাচন হবে। তার আগে দলের অস্বস্তি বাড়িয়ে কৈলাস বললেন, যমুনা নদী পরিষ্কার-সহ আপ যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার বেশিরভাগ পূরণ হয়নি। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, “যমুনা নদী সম্ভবত আগের চেয়ে বেশি দূষিত এখন।” মানুষের কাছে দায়বদ্ধতার থেকেও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এখন বড় হয়ে গিয়েছে। কেন্দ্রের সঙ্গে সংঘাতের পাঁকে আটকে থাকলে দিল্লির প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে পদত্যাগপত্রে লেখেন তিনি। শিশমহল বিতর্কের কথাও লেখেন তিনি। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরীবালের বাসভবন সংস্কার হয়। তাঁর সেই বাসভবনকে শিশমহল বলে বিজেপি। এদিন পদত্যাগপত্রে সেই শিশমহল শব্দটি তিনি উল্লেখ করেছেন।
আপ প্রধান অরবিন্দ কেজরীবালকেও একটি চিঠি দিয়েছেন তিনি। দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা জানিয়েছেন। তবে দিল্লির মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
কৈলাস গেহলতের আপ ছাড়তেই কেজরীবালের দলকে নিশানা করেছে পদ্ম শিবির। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেন, “আপ শেষ হয়ে গিয়েছে। কৈলাস গেহলত পরিবহণ মন্ত্রী ছিলেন। তিনি গুরুত্বপূর্ণ দফতর সামলাতেন। দলের প্রথম তিন নেতার একজন। তাঁর মতো দিল্লিবাসীও বলছেন, মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়ে কাজ করছে না আপ সরকার। এখন কৈলাস গেহলতের পদত্যাগের পর আরও অনেকে আপ ছাড়তে চাইবেন।”
অন্যদিকে, কৈলাসের পদত্যাগ নিয়ে বিজেপিকেই আক্রমণ করল কেজরীবালের দল। আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেন, “ইডি ও আয়কর দফতর কৈলাস গেহলতের বাড়িতে একাধিকবার হানা দিয়েছে। তিনি আপ সরকারে পাঁচ বছর থেকেছেন। তাঁর বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে গিয়েছে বিজেপি। তাই বিজেপির সঙ্গে যাওয়া ছাড়া তাঁর কাছে কোনও পথ খোলা ছিল না।” আপ ছাড়লেও কৈলাস এখনও জানাননি তিনি অন্য কোনও দলে যোগ দিচ্ছেন কি না।