নয়া দিল্লি: দ্বিতীয় তরঙ্গের সঙ্গে ভারতের লড়াই এখনও জারি। করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টও এখনও আয়ত্তে আসেনি। এই মধ্যে আশঙ্কা বাড়াচ্ছে ডেল্টা প্লাস। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ভ্যারিয়েন্ট করোনার সবথেকে ভয়ঙ্কর রূপ। এবার সেই ভ্যারিয়েন্টের হদিশ মিলল ভারতের তিন রাজ্যে।
গত ১৬ জুন মধ্যপ্রদেশে এই ভ্যারিয়্যান্টের খোঁজ পাওয়া যায় প্রথমবার। কয়েকদিনের মধ্যেই কেরল থেকে এসেছে আরও একটি রিপোর্ট। সেখানে তিনজনের শরীরে এই ভ্যারিয়েন্টের ভাইরাস পাওয়া গিয়েছে। এ ছাড়া, মহারাষ্ট্র জানিয়েছে সেখানে ২১ জনের শরীরে ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের খোঁজ মিলেছে। ১৬ জুন যখন ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের প্রথম খোঁজ পাওয়া যায়, সে দিনই নীতি আয়োগ সদস্য ড. ভিকে পাল জানান, করোনার ডেলটা ভ্যারিয়েন্টের রূপান্তরিত রূপ এই ডেলটা প্লাস। এই রূপ নিয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালুর কথা জানান তিনি। পাশাপাশি এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
ব্রিটেনেও দাপিয়ে বেড়াচ্ছে এই ডেল্টা। সম্পূর্ণ আনলক প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের হদিশ মেলার পরই। অনেক বিশেষজ্ঞের মতেই করোনার তৃতীয় ঢেউ বয়ে আনছে কোভিডের এই নতুন চেহারা। উল্লেখ্য, গত সপ্তাহেই মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ডেল্টা প্লাসের হাত ধরেই সেখানে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে।
আরও পড়ুন: ভারতে নতুন আতঙ্কের নাম ‘নিপা’? বাদুড়ের অ্যান্টিবডি খতিয়ে দেখে কী বলছেন গবেষকরা
ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারতে তিনটি স্ট্রেন পাওয়া গেলেও চিন্তা ডেলটা নিয়েই। বাকি দুটি ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানানো হয়। হু-র তরফ থেকে ভাইরাসের স্ট্রেনগুলির যে নামকরণ হয়েছে তাতে বি.১.৬১৭.১ভ্যারিয়েন্টকে ‘কাপ্পা’ এবং বি.১.৬১৭.২ ভ্যারিয়েন্টকে ‘ডেল্টা’ নামকরণ করা হয়। গতমাসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে করোনার এই ভ্যারিয়েন্টকে উদ্বেগের কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছিল। তবে ওই ভ্যারিয়েন্টও তিনবার মিউটেট হয়ে তিনটি স্ট্রেনে পরিণত হয়েছে।