Deshbhakti Curricullam: ছাত্রদের মধ্যে জাতীয়তাবোধ বাড়ানোর চেষ্টা, স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে ‘দেশভক্তি’

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 18, 2023 | 10:24 PM

মণীশ সিসোদিয়া বলেন, "দেশভক্তি পাঠ্যক্রমের আরও একটি লক্ষ্য হল, শিশুদের আশপাশে ঘটে চলা যে কোনও ভুল ও অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ার শিক্ষা দান করা।"

Deshbhakti Curricullam: ছাত্রদের মধ্যে জাতীয়তাবোধ বাড়ানোর চেষ্টা, স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে দেশভক্তি
প্রতীকি ছবি।

Follow Us

নয়া দিল্লি: জনগণের মধ্যে ‘দেশভক্তি’ (Deshbhakti) জাগ্রত করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রেক্ষাগৃহে সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত বাজানো থেকে শুরু করে গোভক্তির উদ্রেক জাগানো সহ অজস্র উদাহরণ রয়েছে। এবার আরও একধাপ এগিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশভক্তি জাগ্রত করতে বিশেষ উদ্যোগ নিলেন দিল্লির শিক্ষামন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। ছাত্রজীবন থেকে দেশভক্তির উন্মেষ ঘটাতে একেবারে স্কুলের পাঠ্যক্রমে ‘দেশভক্তি পাঠ্যসূচি’ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছেন তিনি।

জানা গিয়েছে, শনিবার দিল্লি সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ামক কোর কমিটির সঙ্গে বৈঠক করেন উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া। সেই বৈঠকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশভক্তি জাগ্রত করার ব্যাপারে বিশেষ পরিকল্পনার কথা ঘোষণা করেনি শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া। কোর কমিটির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দেশভক্তি পাঠ্যক্রমের আরও একটি লক্ষ্য হল, শিশুদের আশপাশে ঘটে চলা যে কোনও ভুল ও অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ার শিক্ষা দান করা। ভারতীয় হিসাবে ছাত্র-ছাত্রীদের কী দায়িত্ব এবং সমাজের জন্য তাদের কী করা উচিত, সে ব্যাপারে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ অনুভূতি জাগ্রত হওয়া জরুরি।”

প্রসঙ্গত, দিল্লি সংস্কারের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ১৮ লক্ষেরও বেশি শিশু নার্সারি থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ে এবং সমস্ত সরকারি স্কুলের দেশভক্তি পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করা হবে। এই পাঠ্যক্রম পড়ানোর জন্য ইতিমধ্যে ২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৩৬ হাজার শিক্ষককে এই বিভাগের জন্য মনোনীত করা হয়েছে।

Next Article