DGCA Guidelines : লাগাতার পাখির সঙ্গে বিমানে ধাক্কার ঘটনা, বিমানবন্দরগুলিকে নির্দেশিকা পাঠাল ডিজিসিএ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Aug 13, 2022 | 7:20 PM

DGCA Guidelines : পরপর পাখির সঙ্গে বিমানে ধাক্কার ঘটনা ঘটতে দেখা গিয়েছে। এবার এই নিয়ে দেশের সমস্ত বিমান বন্দরগুলিকে নির্দেশিকা পাঠাল ডিজিসিএ।

DGCA Guidelines : লাগাতার পাখির সঙ্গে বিমানে ধাক্কার ঘটনা, বিমানবন্দরগুলিকে নির্দেশিকা পাঠাল ডিজিসিএ
ছবি সৌজন্যে : Pixabay

Follow Us

নয়া দিল্লি : সম্প্রতি একের পর এক বিপত্তির মুখে পড়েছে বিভিন্ন সংস্থার বিমান। এবার লাগাতার বিমান বিপত্তির ঘটনায় কঠোর হল ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (Director General of Civil Aviation)। এবার শনিবার দেশের সমস্ত বিমান বন্দরগুলিকে উড়ান সংক্রান্ত নির্দেশিকা দিল ডিজিসিএ। পাখি বা অন্য কোনও প্রাণীর সঙ্গে বিমানের ধাক্কা এড়াতে এই পদক্ষেপ করা হয়েছে।

ডিজিসি-র দ্বারা নির্দেশিকা :

  • বিমানবন্দরগুলিকে একটি বন্যপ্রাণীর ঝুঁকির বিষয়টি মূল্যায়ন করা উচিত এবং তার ফলে এয়ারক্র্যাফ্টের উপর আসা ঝুঁকি অনুযায়ী তাদের ব়্যাঙ্ক করুনয।
  • বিমানবন্দরগুলিতে বন্যপ্রাণী চলাফেরার তথ্য নিরীক্ষণ এবং রেকর্ড করার একটি পদ্ধতি থাকতে হবে।
  • বিমানবন্দরে এবং তার আশেপাশে কোনও উল্লেখযোগ্য বন্যপ্রাণীর উপস্থিতি বা কার্যকলাপ দেখা গেলে পাইলটদের অবহিত করার একটি পদ্ধতি থাকা উচিত।
  • কোনও বন্যপ্রাণের উপর বিপদের ব্যবস্থাপনা কর্মসূচির মূল বিষয় হল রুটিন টহলদারি।
  • এই টহল নিয়মিত রুটের পরিবর্তে এলোমেলো প্যাটার্নে করা উচিত যাতে বন্যপ্রাণীরা টহলের সময় অভ্যস্ত না হয়ে যায়।
  • এয়ারড্রোম অপারেটরদের বন্যপ্রাণী বিপদ ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মাসিক রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বন্যপ্রাণী স্ট্রাইকের তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৪ অগস্ট বৃহস্পতিবার গো ফার্স্টের একটি বিমান মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা খেয়ে চণ্ডীগড়ে না গিয়ে পুনরায় আহমেদাবাদে ফিরে আসে। এর আগেও স্পাইসজেটের বিমানেও একই বিপত্তি ঘটেছিল।

Next Article