Dharmendra Pradhan: ধর্মেন্দ্র প্রধানের রোড শো-তে বিপুল ভিড়, উঠল ‘মোদী মোদী’ স্লোগান

Apr 10, 2024 | 5:34 PM

Dharmendra Pradhan: ধর্মেন্দ্র প্রধানের সেই রোড শো-তে সব বয়সের মানুষকে অংশ নিতে দেখা গিয়েছে এদিন। ছিলেন বিপুল সংখ্যক মহিলা সমর্থকও। ধর্মেন্দ্র প্রধান রোড শো চলাকালীন অনেকের সঙ্গে সরাসরি কথা বলেন। সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান সমর্থকদের।

Dharmendra Pradhan: ধর্মেন্দ্র প্রধানের রোড শো-তে বিপুল ভিড়, উঠল মোদী মোদী স্লোগান
রোড শো-তে ধর্মেন্দ্র প্রধান
Image Credit source: twitter

Follow Us

সম্বলপুর: নির্বাচনী প্রচারে ব্যস্ত কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান। ওড়িশার সম্বলপুর কেন্দ্র থেকে এবার লোকসভা নির্বাচনে লড়ছেন তিনি। ভোটের প্রচারে আজ, বুধবার সম্বলপুরের কুচিন্দায় একটি মেগা রোড শো-তে অংশগ্রহণ করেন ধর্মেন্দ্র প্রধান। তাঁর সেই রোড শো-তে বিপুল সংখ্যক সমর্থক জড় হন এদিন। সমস্ত সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির পক্ষে স্লোগানের ঝড় তোলেন।

কুচিন্দায় রোড শোতে বিপুল সংখ্যক বিজেপি সমর্থক জড়ো হন। একটি গাড়ির মাথায় করজোড়ে যেতে দেখা যায় ধর্মেন্দ্র প্রধানকে। আর দূর পর্যন্ত চোখে পড়ে বিপুল ভিড়। তাঁর কনভয়ের সঙ্গে দেখা যায় বিজেপি সমর্থকদের। হাতে ছিল গেরুয়া পতাকা, আর রাস্তায় হাঁটতে হাঁটতে স্লোগান দিচ্ছিলেন তাঁরা।’ আরও একবার মোদী সরকার’, ভিড়ের মধ্যে থেকে শোনা যায় সেই স্লোগান।

পরে ধর্মেন্দ্র প্রধান এক্স মাধ্যমে সেই ছবি প্রকাশ করেন। তিনি লেখেন, ‘ভালবাসা ও আশীর্বাদের জন্য সবাইকে ধন্যবাদ।’

ধর্মেন্দ্র প্রধানের সেই রোড শো-তে সব বয়সের মানুষকে অংশ নিতে দেখা গিয়েছে এদিন। ছিলেন বিপুল সংখ্যক মহিলা সমর্থকও। ধর্মেন্দ্র প্রধান রোড শো চলাকালীন অনেকের সঙ্গে সরাসরি কথা বলেন। সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান সমর্থকদের।

ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘উন্নত ভারত, উন্নত ওড়িশাই আমাদের মূলমন্ত্র।’ তিনি আরও বলেন, ‘এই উন্নয়ন প্রমাণ করে যে সাধারণ মানুষের মধ্যে বিজেপির প্রতি বিপুল সমর্থন এবং উৎসাহ রয়েছে।’

Next Article