নয়া দিল্লি: আবগারি দুর্নীতির মামলায় জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এরই মধ্যে আরও বড় ধাক্কা আম আদমি পার্টির। বুধবার দিল্লি সরকারের মন্ত্রী পদে ইস্তফা দিলেন রাজকুমার আনন্দ। দল থেকেও ইস্তফা দিয়েছেন। কেজরী সরকারের সমাজকল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন তিনি। সম্প্রতি রাজকুমার আনন্দের বাড়িতে অভিযান চালায় ইডি।
আম আদমি পার্টি থেকে রাজকুমার আনন্দের পদত্যাগ বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। দিল্লির প্যাটেল নগরের বিধায়ক তিনি। পদত্যাগের পর রাজকুমার আনন্দ বলেন, “বড়সড় অভিযোগ উঠেছে আম আদমি পার্টির বিরুদ্ধে। সেই কারণেই আমি এই দল, সরকার ও মন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি।”
পদত্যাগের পর রাজকুমার আনন্দ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “আম আদমি পার্টি দুর্নীতির জালে আটকে আছে। আমি দুর্নীতিগ্রস্তদের নিয়ে কাজ করতে পারি না। আমি বিধায়ক এবং মন্ত্রী হয়েছি সমাজের কাজ করতে।”
পদত্যাগের কথা ঘোষণা করার মাত্র এক ঘণ্টা আগে এক্স মাধ্যমে রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং-এর একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সঞ্জয় সিং তিহার জেল প্রশাসনের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের চাপে কাজ করার অভিযোগ করছেন। এছাড়াও, রাজকুমার এখনও তাঁর প্রোফাইলে অরবিন্দ কেজরীবালের ছবিও রেখেছেন।
সম্প্রতি ইডি অভিযান হওয়ায় শিরোনামে আসেন রাজকুমার আনন্দ। প্রায় ২৩ ঘণ্টা ধরে রাজ কুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তবে সূত্রের খবর, ওই অভিযান আবগারি মামলার সঙ্গে জড়িত ছিল না। রাজকুমার আনন্দের বাড়িতে ইডি কোন মামলায় হানা দিয়েছিল তা এখনও স্পষ্ট নয়।