What India Thinks Today : ‘যুবদের উন্নয়নে সাহায্য করবে ,’ টিভি৯-র গ্লোবাল সামিটে অগ্নিপথের পক্ষে সওয়াল তেজস্বীর, পেনশন নিয়ে প্রশ্ন তুললেন রাঘব চাড্ডা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 20, 2022 | 7:15 PM

Agnipath : দেশে সবথেকে চর্চিত বিষয় হল অগ্নিপথ প্রকল্প। টিভি৯ নেটওয়ার্কের গ্লোবাল সামিটের মঞ্চেও এই নিয়ে আলোচনা হয় বিজেপি নেতা তেজস্বী সূর্য ও আপ নেতা রাঘব চাড্ডার মধ্যে।

What India Thinks Today : যুবদের উন্নয়নে সাহায্য করবে , টিভি৯-র গ্লোবাল সামিটে অগ্নিপথের পক্ষে সওয়াল তেজস্বীর, পেনশন নিয়ে প্রশ্ন তুললেন রাঘব চাড্ডা
ছবি সৌজন্যে : TV9

Follow Us

নয়া দিল্লি : বর্তমানে দেশে সবথেকে চর্চিত বিষয় হল অগ্নিপথ প্রকল্প। এদিকে টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত দু’দিনের গ্লোবাল সামিট ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ তেও উঠে এসেছিল এই প্রকল্পের প্রসঙ্গ। দেশের তিন প্রতিরক্ষা বাহিনীতে যুবদের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে নিজেদের চিন্তাভাবনা তুলে ধরেন ভারতীয় জনতা পার্টির লোকসভার সাংসদ তেজস্বী সূর্য ও আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। বিজেপি নেতা তেজস্বী জানিয়েছিলেন, সাড়ে সতেরো থেকে একুশ বছরের যুবক-যুবতীদের সামগ্রিক উন্নয়নে সাহায্য করবে অগ্নিপথ প্রকল্প। সেখানে আপ নেতা রাঘব এই অগ্নিবীরদের ভবিষ্য়ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

যেখানে বিজেপি নেতা অগ্নিপথ প্রকল্পের ভাল দিক তুলে ধরেছেন। সেখানে এই প্রকল্পের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করেছেন আপ নেতা। আপ নেতা জানিয়েছেন যে, সশস্ত্র বাহিনীর অবসরকালীন পেনশনের বোঝা কমানোর জন্য এই প্রকল্প নিয়ে এসেছে সরকার। তিনি বলেছেন,’প্রতিরক্ষা খাতে মোট খরচের ২৫ শতাংশ হল প্রতিরক্ষা পেনশন বিল। আমি যতদূর জানি পেনশনের ক্ষেত্রে ১.১০ লক্ষ টাকা খরচ করা হয়। কিন্তু সরকারের উচিত এটাকে খরচ হিসেবে ভাবা বন্ধ করা। দেশের যুব সম্প্রদায়কে ক্র্যাশ কোর্স দেওয়া বন্ধ করুন।’ তিনি আরও জানিয়েছেন যে, অগ্নিবীররা নিজেদের ভবিষ্যত নিয়ে চিন্তিত থাকবেন। তাই এই চার বছরে নিজেদের কাজেও মন দিতে পারবেন না। তবে চাড্ডার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে তেজস্বী বলেছেন, ‘প্রতিরক্ষা ক্ষেত্রে চাকরি পাওয়া আর পাঁচটা চাকরির সুযোগের মতো নয়। এর মূল দিক হল দেশের জন্য কাজ করা। আমরা একবিংশ শতকে রয়েছি। এই সময় দাঁড়িয়ে চাকরির নিরাপত্তা নিয়ে কথা বলতে পারি? এটা কোনও ১৯৭০ সাল নয়, যখন আপনি কোনও একটি ব্যাঙ্কে ঢুকলেন এবং ৩০-৪০ বছরের জন্য সেখানেই কাজ করবেন। সবাইকে এখন ক্রমাগত নিজেদের দক্ষতা বাড়িয়ে যেতে হবে এবং নতুন সুযোগের দিকে যেতে হবে।’

এছাড়াও চার বছর পর অগ্নিবীরদের পেনশন না দেওয়ার বিষয়ে প্রশ্ন করেন আপ নেতা রাঘব চাড্ডা। তিনি বলেন, ‘আমরা ক্রমাগত সাংসদদের বেতন ও পেনশন কেন বাড়িয়ে যাচ্ছি? এমনকী যদি কেউ নিজের মেয়াদ পূর্ণও না করেন তাহলে তাঁরা বেতন পেয়ে থাকেন। সরকারের তা বন্ধ করে দিয়ে অগ্নিবীরদের পেনশন দেওয়া উচিত।’ এদিকে দেশ জুড়ে এই প্রকল্প নিয়ে বিক্ষোভের বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিজেপি নেতা তেজস্বী সূর্য বলেছেন, এর পিছনে কিছু দেশবিরোধী শক্তি কাজ করছে। তিনি বলেছেন, ‘দেশ বিরোধী কিছু মানুষজন যারা দেশ জুড়ে সমস্যা তৈরি করতে চায় এবং সরকারের বিরুদ্ধে ভুল তথ্য় ছড়িয়ে দিতে চায় তারা এর পিছনে রয়েছে।’

Next Article