Doctors Strike: রোগীকে মৃত ঘোষণা করতেই জুটল মার, মাথা ফাটল জুনিয়র ডাক্তারের! এবার যোগীরাজ্যেও কর্মবিরতিতে চিকিৎসকরা

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 02, 2024 | 6:25 AM

Doctors Strike: সোমবার রাতে এক মরনাপন্ন মহিলাকে নিয়ে আসেন কয়েকজন। ইমার্জেন্সিতে জুনিয়র ডাক্তাররা পরীক্ষা করে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই রোগী পরিবার চিকিৎসকদের উপরে চড়াও হয়।

Doctors Strike: রোগীকে মৃত ঘোষণা করতেই জুটল মার, মাথা ফাটল জুনিয়র ডাক্তারের! এবার যোগীরাজ্যেও কর্মবিরতিতে চিকিৎসকরা
আহত চিকিৎসক।
Image Credit source: X

Follow Us

লখনউ: আরজি করের ঘটনার পরও চিত্র বদলায়নি।  আরেক সরকারি হাসপাতাল, সাগর দত্ত মেডিক্যাল কলেজেও হেনস্থার শিকার চিকিৎসকরা। প্রতিবাদে পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। এরই মধ্যে আরও এক রাজ্যে চিকিৎসকদের কর্মবিরতি। সাগর দত্ত হাসপাতালের মতোই এখানেও হেনস্থার শিকার জুনিয়র চিকিৎসক।

উত্তর প্রদেশের মিরাটে কর্মবিরতির ঘোষণা জুনিয়র চিকিৎসকদের। বন্ধ ইমার্জেন্সি পরিষেবাও। জানা গিয়েছে, রোগী পরিবারের হাতে এক জুনিয়র ডাক্তার নিগৃহীত হয়েছেন। এরপরই প্রতিবাদে কর্মবিরতির ডাক। অভিযুক্ত গ্রেফতার না হলে গণ ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা।

নিগ্রহের ঘটনাটি ঘটেছে মিরাটের লালা লাজপত রাই মেডিক্য়াল কলেজে। সেখানে সোমবার রাতে এক মরনাপন্ন মহিলাকে নিয়ে আসেন কয়েকজন। ইমার্জেন্সিতে জুনিয়র ডাক্তাররা পরীক্ষা করে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই রোগী পরিবার চিকিৎসকদের উপরে চড়াও হয়। চিকিৎসকদের সঙ্গে রোগী পরিবারের তর্কাতর্কি শুরু হয়ে যায়। ভিড়ের মধ্যেই একজন অক্সিজেন সিলিন্ডার খোলার স্প্যানার দিয়ে মনীশ নামক এক জুনিয়র চিকিৎসকের মাথায় বেশ কয়েকবার আঘাত করে।

ঘটনাস্থল ছেড়ে অভিযুক্ত পালিয়ে যেতেই, নিরাপত্তায় গাফিলতি ও অভিযুক্তের অবিলম্বে শাস্তির দাবি জানিয়ে কর্মবিরতির ডাক দেন চিকিৎসকরা। হাসপাতালের গেটেই তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েন। এই বিষয়ে হাসপাতালের অধ্যক্ষ ডঃ আরসি গুপ্তা বলেন, “সোমবার রাতে কয়েকজন এসে হাসপাতালে অশান্তি করেছেন। এক জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। সঙ্গে সঙ্গেই হাসপাতালেই থাকা পুলিশ আউটপোস্টে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারি না হওয়া পর্যন্ত কাজে ফিরতে নারাজ চিকিৎসকরা। তাদের বোঝানোর চেষ্টা চলছে।”

অন্যদিকে আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন, অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি হাসপাতালে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

Next Article