আপনার আত্মীয় বিদেশে থাকেন? সাবধান, বাতিল হতে পারে OCI কার্ড, আসছে বিরাট বদল!
Overseas Citizen of India: ২০০৫ সালের অগস্ট মাসে এই ওসিআই কার্ড চালু করে ভারত সরকার। এই কার্ড হোল্ডাররা জীবনভর ভিসা ছাড়াই ভারতে আসার সুবিধা পেয়ে থাকেন।

বদলাতে চলেছে বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের জন্য ওসিআই কার্ড বা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ডের নিয়ম। বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র এই খবর জানিয়েছে। আর এই খবর সামনে আসার পর চাপে পড়েছেন বিদেশে বসবাস করা এদেশের নাগরিকরা।
নতুন কী নিয়ম চালু হয়েছে? কেন্দ্র জানিয়েছে, ওসিআই কার্ড রয়েছে এমন কেউ যদি কোনও অপরাধের সঙ্গে যুক্ত থাকে বা দোষী সাব্যস্ত হন তাহলে তাঁর ওসিআই কার্ড বাতিল করা হবে। ফলে, সেই ব্যক্তি ইসা ছাড়া ভারতে আসার সুযোগ হারাতে পারেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কোনও ওসিআই কার্ড হোল্ডার যদি ২ বছর বা তার বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত হন বা ৭ বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে, এমন অপরাধে অভিযুক্ত হন, তাহলেই সেই ব্যক্তি ওসিআই কার্ডের কারণে প্রাপ্ত সমস্ত সুযোগসুবিধা হারাবেন।
উল্লেখ্য, ২০০৫ সালের অগস্ট মাসে এই ওসিআই কার্ড চালু করে ভারত সরকার। এই কার্ড হোল্ডাররা জীবনভর ভিসা ছাড়াই ভারতে আসার সুবিধা পেয়ে থাকেন। ১৯৫০ সালের ২৬ জানুয়ারির পর ভারতের নাগরিকত্ব পাওয়া বা নাগরিক হওয়ার যোগ্য ব্যক্তি, যাঁরা বিদেশে থাকেন তাঁরাই এই কার্ড পেতে পারেন। তবে, পাকিস্তান বা বাংলাদেশের নাগরিকরা কখনই ভারতের ওসিআই কার্ড পেতে পারেন না।
