Dog Squad in Turkey: ভারতের ৪ কুকুর মাতাচ্ছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Feb 11, 2023 | 5:32 PM

Turkey Earthquake: এনডিআরএফ দলের সঙ্গে তুরস্কে যাওয়া চারটি কুকুর হল জুলি, রোমিও, হানি ও ব়্যাম্বো। মঙ্গলবার তারা উড়ে গিয়েছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে।

Dog Squad in Turkey: ভারতের ৪ কুকুর মাতাচ্ছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক
তুরস্কে উদ্ধারকাজে এনডিআরএফ দলের সদস্যরা

Follow Us

ইস্তানবুল: ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে তুরস্ক এবং সিরিয়া। সোমবার সকালে তীব্রতর ভূমিকম্পের আঘাতে ধ্বংস্তস্তূপে পরিণত হয়েছে এই দুই দেশের একাধিক শহর। মৃতের সংখ্যা সেখানে ২৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। লক্ষাধিক মানুষ শীতের মধ্যেই গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। ভূমিকম্পের পরই বিভিন্ন দেশের উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে তুরস্ক এবং সিরিয়ায়। ভারতও তুরস্কের দুর্দিনে বাড়িয়েছে সাহায্যের হাত। ভারতীয় সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল (এনডিআরএফ) তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে উদ্ধার কাজ চালাচ্ছে তারা। অপারেশন দোস্তের অধীনে তুরস্ককে এই সাহায্য করছে ভারত। সে দেশে প্রচুর মানুষকে ইতিমধ্যেই উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরা। সেই দলের সঙ্গে গিয়েছে চারটি কুকুরও। ভারত থেকে যাওয়া সেই কুকুররা উদ্ধারকাজে সাহায্য করছে উদ্ধারকারী দলের সদস্যদের।

এনডিআরএফ দলের সঙ্গে তুরস্কে যাওয়া চারটি কুকুর হল জুলি, রোমিও, হানি ও ব়্যাম্বো। মঙ্গলবার তারা উড়ে গিয়েছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে। ল্যাব্রাডর প্রজাতির এই চার কুকুরই উদ্ধারকাজের ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত। বিভিন্ন ভগ্নস্তূপের নীচে আটকে থাকা মানুষের সন্ধান উদ্ধারকারীদের দিচ্ছে এই তার সারমেয়। তুরস্কে যাওয়া এনডিআরএফ দলের কনজিনেন্ট কম্যান্ডার গুরমিন্দর সিং এ ব্যাপারে বলেছেন, “ডগ স্কোয়াড উদ্ধারকাজ খুবই সাহায্য করেছে। জুলি এক জীবিতের খোঁজ দিয়ে তাঁর জীবন বাঁচাতেও সাহায্য করেছে।”

তুরস্কের আন্তাকা এবং কারামানমারাস এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পের জেরে। সেখানকার অধিকাংশ বাড়ি-ঘর ভেঙে পড়েছে। তার নীচে আটকে মৃতদের দেহ উদ্ধার এবং জীবিতদের বের করে আনছেন উদ্ধারকারীরা। সেই কাজে সাহায্য করছে ভারতের কুকুররাও।

Next Article