নয়া দিল্লি: মঙ্গলবার রাজধানী দিল্লিতে (Delhi) একটি খুনের ঘটনা সামনে এসেছে। দিল্লির পশ্চিম গুরু অঙ্গদ এলাকায় এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় ওই দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিৎকারের আওয়াজ শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দিয়েছিলেন বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম নীরস ও তাঁর স্ত্রীয়ের নাম জ্যোতি। স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে মঙ্গলবার রাত ৯টা ১৫ নাগাদ তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। সেই শুনেই প্রতিবেশীদের তরফে পুলিশে খবর দেওয়া হয়েছিল।
জানা গিয়েছে, প্রতিবেশীদের থেকে খবর পেয়ে পুলিশ এসে যখন ঘটনাস্থলে পৌঁছয়, তখন আহত অবস্থায় নীরজ ও তাঁর স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফরেন্সিক দলও ঘটনাস্থলে পৌঁছে নমুন সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, ওই দম্পতির ২ সন্তান রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির ১৩ বছর বয়সী ছেলের দেহেও ছুরি আঘাতেক চিহ্ন রয়েছে। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের এক আধিকারিক বলেন, “চিকিৎসা চলাকালীন নীরজের স্ত্রী জিটিবি হাসপাতালে মারা গিয়েছেন এবং হেগডেওয়ার হাসপাতালের চিকিৎসকরা নীরজকে মৃত বলে ঘোষণা করেছেন।”
প্রাথমিক তদন্তে কী উঠে এল?
স্থানীয় বাসিন্দাদের তরফে আগেই জানা গিয়েছিল ওই দম্পতির মধ্যে দাম্পত্য কলহ ক্রমশই মারাত্মক আকার ধারণ করছিল। পুলিশের প্রাথমিক তদন্তেও এমনটা জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত নেমে তারা জানতে পেরেছে মঙ্গলবার রাতে ওই দম্পতির মধ্যে মারাত্মক ঝগড়া হয়েছিল। পরিস্থিতি মারাত্মক পর্যায়ে পৌঁছয় যে প্রতিবেশীরা পুলিশে খবর দিতে বাধ্য হয়েছিলেন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, কীভাবে ওই দম্পতির আঘাত লেগেছিল এবং কেন তাদের মৃত্যু হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। পুলিশের তরফে খুব শীঘ্রই মৃতদেহের ময়নাতদন্ত করে খুনের কারণ খতিয়ে দেখা হবে।