অমৃতসর: ফের বিস্ফোরণে কেঁপে উঠল অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাছাকাছি চত্বর। ৩০ ঘণ্টার ব্যবধানে পরপর দুটি বিস্ফোরণ ঘটল স্বর্ণ মন্দিরের কাছে হেরিটেজ স্ট্রিট এলাকায়। সোমবার ভোর ৬ টা নাগাদ এই বিস্ফোরণ হয় বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে থাকা একটি গাড়ির উইন্ডশিল্ড ভেঙে গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বানসাল মিষ্টির দোকানের সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় বিস্ফোরণটি একই জায়গায় ঘটে। তবে রাস্তার বিপরীত দিকে এই বিস্ফোরণ হয়। দুর্ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ। পরপর বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। আর কোথাও কোনও বিস্ফোরক পদার্থ লুকিয়ে রাখা হয়েছে কি না তা জানতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত শনিবার রাত সাড়ে ১১ টা থেকে ১২ টার মধ্যে প্রথম স্বর্ণ মন্দিরের কাছে হেরিটেজ স্ট্রিটে বিস্ফোরণের খবর মেলে। সেই বিস্ফোরণে আশেপাশের বাড়ির কাচের জানালা ভেঙে গুড়িয়ে যায়। সেই বিস্ফোরণে ছয় তরুণী জখমও হন বলে জানা যায়। স্বাভাবিকভাবেই এই বিস্ফোরণে সেখানে উপস্থিত পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনাস্থল থেকে পাউডার সংগ্রহ করে ফরেন্সিক টিম। নমুনার ফরেন্সিক তদন্ত করা হয়েছে। তবে বিস্ফোরণের পিছনে কোনও নাশকতার ছক রয়েছে কি না এই বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি। অমৃতসর কমিশনার অব পুলিশ টুইটে জানিয়েছিল, “অমৃতসরে বিস্ফোরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে। ঘটনার কারণ জানতে তদন্ত জারি রয়েছে। আতঙ্কের কোনও কারণ নেই। শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সকল নাগরিককে অনুরোধ করছি এবং কোনও কিছু শেয়ার করার আগে সত্যতা যাচাই করার আবেদন জানাচ্ছি।” এদিকে প্রথম বিস্ফোরণের পরই নিয়ে কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু রাজ্য়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তার জবাবে আম আদমি পার্টির মুখপাত্র মালবিন্দর সিং কাংহার দাবি করেন, এর পিছনে কোনও সন্ত্রাসবাদী যোগ নেই।