জয়পুর: প্রমাণের অভাবে ছাড়া পেল লস্কর-ই-তৈবার এক জঙ্গি। রাজস্থানের এক বিশেষ আদালত প্রমাণের অভাবে মুক্তি দিয়েছে আব্দুল করিম তুন্দাকে। ১৯৯৩ সালে ট্রেনে ধারাবাহিক বোমা হামলায় অভিযুক্ত ছিল তুন্দা। বাবরি মসজিদ ধ্বংসের এক বছর পূর্তিতে ১৯৯৩ সালে ওই বোমা হামলা চালানো হয়েছিল। কিন্তু সেই মামলাতেই প্রমাণের অভাবে ছাড় পেলেন তুন্দা। যদিও এই হামলায় জড়িত থাকার অভিযোগে আমিনুদ্দিন এবং ইরফান নামের দুই জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু ছাড়া পেলেন তুন্দা।
মুম্বই বিস্ফোরণের পরই কোটা, কানপুর, সেকেন্দ্রাবাদ এবং সুরতে ট্রেনে বোমা হামলা হয় ১৯৯৩ সালে। এই ঘটনা আলোড়ন ফেলেছিল গোটা দেশে। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া এই বোমা মামলা একত্রিত করে শুনানি হচ্ছিল। টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপ্টিভ অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্টে তুন্দার বয়স এখন ৮০। তিনি বর্তমানে যাবজ্জীবন জেলের সাজায় রয়েছেন ১৯৯৬ সালের বোমা বিস্ফোরণ মামলায়। এ ছাড়াও একাধিক বোমা মামলায় অভিযুক্ত তিনি। তুন্দা কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমেরও ঘনিষ্ঠ। তবে বোমা বানাতে বিশেষ মুন্সিয়ানা রয়েছে তাঁর। সে জন্যই জঙ্গিমহলে মিস্টার বম্ব হিসাবে পরিচিত তিনি।মামলা চলছিল। এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই তদন্তের দায়িত্বে ছিল। কিন্তু বিশেষ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সিবিআই যেতে পারে বলে সূত্রের খবর।
২০১৩ সালে উত্তরাখণ্ডের বনবাসা থেকে তুন্দাকে গ্রেফতার করা হয়। ভারত-নেপাল সীমান্তের কাছ থেকে ধরা হয়েছিল তাঁকে। চার বছর পর ১৯৯৬ সালের বোমা বিস্ফোরণ মামলায় যাবজ্জীবন সাজা ঘোষণা হয় তুন্দার।