বিধানসভার চারতলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকারের! পিছু পিছু ঝাঁপ দিলেন বিধায়করাও, চরম নাটক

Maharashtra Assembly: চারতলা থেকে ঝাঁপ দিলেন ডেপুটি স্পিকার। তাঁর সঙ্গে ঝাঁপ দেন কয়েকজন বিধায়কও। তবে ভাগ্যক্রমে নিচে জাল থাকায়, তারা আটকে যান। চরম নাটকীয়তা মহারাষ্ট্র বিধানসভায়। 

বিধানসভার চারতলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকারের! পিছু পিছু ঝাঁপ দিলেন বিধায়করাও, চরম নাটক
সচিবালয় থেকে ঝাঁপ ডেপুটি স্পিকার ও বিধায়কদের।Image Credit source: ANI
Follow Us:
| Updated on: Oct 04, 2024 | 4:19 PM

মুম্বই: চরম নাটক বিধানসভায়। চারতলা থেকে ঝাঁপ দিলেন ডেপুটি স্পিকার। তাঁর সঙ্গে ঝাঁপ দেন কয়েকজন বিধায়কও। তবে ভাগ্যক্রমে নিচে জাল থাকায়, তারা আটকে যান। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করেন। চরম নাটকীয়তা মহারাষ্ট্র মন্ত্রালয়ে।

মহারাষ্ট্রের এনসিপি বিধায়ক তথা ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল আজ মন্ত্রালয়ের চার তলা থেকে ঝাঁপ দেন। তার দেখাদেখি কয়েকজন বিধায়কও ঝাঁপ দেন। সেফটি নেটে আটকে যান তাঁরা। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করেন। এরপরে তারা মন্ত্রালয়ের বাইরেই অবস্থান বিক্ষোভে বসেন।

জানা গিয়েছে, সংরক্ষণ নিয়ে আলোচনা হচ্ছিল  মহারাষ্ট্র মন্ত্রালয়ে। দ্য প্রভিশনস অব পঞ্চায়েত-র অধীনে উপজাতিদের নিয়োগ স্থগিত করে দেওয়া এবং ধাঙ্গার জনগোষ্ঠীকে উপজাতি (শিডিউল ট্রাইব)-র স্বীকৃতি না দেওয়ার বিরোধিতা করেই বিক্ষোভ দেখাচ্ছিলেন অজিত পওয়ার গোষ্ঠীর বিধায়করা। হঠাৎই ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল ঝাঁপ দেন বিল্ডিংয়ের চার তলা থেকে। তাঁর সঙ্গে কয়েকজন আদিবাসী বিধায়কও ঝাঁপ দেন। বিজেপি বিধায়ক হেমন্ত সাভরা, কিরণ লাহামাটে, হিরমন খোসকার ও রাজেশ পাটিল ঝাঁপ দেন। সকলেই সেফটি নেটে আটকে যান।

সূত্রের খবর, আজই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বিধায়কদের ফোন করবেন এবং তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করবেন।

দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত আইন ১৯৯৬-র অধীনে সরকারি চাকরিতে আদিবাসীদের নিয়োগের দাবিতে আন্দোলন করছিলেন মহারাষ্ট্রের বিধায়করা। তাঁদের অভিযোগ, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ১৭টি ক্যাটেগরিতে আদিবাসীদের নিয়োগ স্থগিত রয়েছে। সাধারণ প্রার্থীরা যোগ দিলেও, আদিবাসী প্রার্থীদের নিয়োগ হয়নি। আজও এই বিষয় নিয়েই আলোচনা, তর্ক-বিতর্ক শুরু হয়। সেখান থেকেই এই ঘটনা।