Manu Bhaker: তিলোত্তমায় আসছেন প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকের, রইল সফরসূচি
৫ অক্টোবর, শনিবার শহরে এসে জোড়া পদকজয়ী মনুর এক গুচ্ছ কর্মসূচি রয়েছে। তিলোত্তমায় এসে কখন, কোথায় যাবেন মনু? কী কী করবেন প্যারিস গেমসে জোড়া ব্রোঞ্জ পাওয়া তারকা?
কলকাতা: প্যারিস অলিম্পিকে (Paris Olympics) শুটিং থেকে জোড়া পদক পেয়েছেন মনু ভাকের (Manu Bhaker)। ভারতের তরুণ শুটার এ বার দুর্গাপুজোর আবহে পা রাখছেন কলকাতায়। ৫ অক্টোবর, শনিবার শহরে এসে জোড়া পদকজয়ী মনুর এক গুচ্ছ কর্মসূচি রয়েছে। তিলোত্তমায় এসে কখন, কোথায় যাবেন মনু? কী কী করবেন প্যারিস গেমসে জোড়া ব্রোঞ্জ পাওয়া তারকা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এক ঝলকে দেখে নিন মনু ভাকেরের কলকাতা সফরের সূচি—
- শনিবার দুপুর ২টোয় কলকাতায় পা রাখছেন মনু ভাকের।
- কলকাতা বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যাবেন শ্রীভূমি পুজো প্যান্ডেলে। বিকেলে ৩টে ৩০ মিনিটে শ্রীভূমির পুজো উদ্বোধনে যোগ দেবেন মনু।
- এরপর শনি-বিকেল ৫টে নাগাদ হায়াতে ‘তাহাদের কথা’ অনুষ্ঠানে যোগ দেবেন প্যারিসে জোড়া ব্রোঞ্চ পাওয়া মনু।
- ‘তাহাদের কথা’ অনুষ্ঠান শেষ করার পর সন্ধে ৬টায় মনু ভাকের রওনা দেবেন বারুইপুরে দুর্গাপুজোর উদ্বোধনে।
- তিলোত্তমায় দিন ভর একাধিক কর্মসূচির মধ্যে কাটবে মনুর। তবে কলকাতায় রাত কাটাবেন না তিনি। কারণ, রাতের বিমানে কলকাতা ছাড়বেন মনু।
ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত অলিম্পিয়ান মনু ভাকেরকে কলকাতায় নিয়ে আসছেন। অতীতে তিনি ভারতের জ্যাভলিন সুপারস্টার নীরজ চোপড়া, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, আর্জেন্টাইন কিংবদন্তি মারাদোনা, ব্রাজিলের সুপারস্টার রোনাল্ডিনহো এবং কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী এমিলিয়ানো মার্টিনেজকে কলকাতায় নিয়ে এসেছিলেন।