
দ্রৌপদী মুর্মু, ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি।

ওডিশার ময়ূরভঞ্জ জেলার বায়দাপোসি গ্রামের বাসিন্দা দ্রৌপদী মুর্মু আদিবাসী পরিবারের কন্যা হলেও শিক্ষাজীবন থেকেই সকলকে তাক লাগিয়ে দেন। ভুবনেশ্বর উইমেনস কলেজ থেকে পড়াশোনা সম্পূর্ণ করে ওডিশা সরকারের করণিক হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। রায়বাংপুরের অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে শিক্ষকতাও করেছেন।

দ্রৌপদী মুর্মুর বাবা পঞ্চায়েত প্রধান ছিলেন। ফলে ছোটো থেকেই রাজনীতির সংস্পর্শে ছিলেন তিনি। ১৯৯৭ সালে প্রথমবার কাউন্সিলর ভোটে দাঁড়িয়েই জয়ী হন। তারপর ২০০০ ও ২০০৯ সালে বিজেপির টিকিটে ওডিশার বিধানসভার সদস্য নির্বাচিক হন দ্রৌপদী মুর্মু।

২০১৫ সালে ওডিশার পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন দ্রৌপদী মুর্মু। প্রথমবার রাজ্যপাল হয়েই তাঁর যথেষ্ট সুনাম অর্জন করেন তিনি।

১৫ তম রাষ্ট্রপতি হিসাবে রাইসিনা হিলসের কুর্সিতে বসেন দ্রৌপদী মুর্মু। আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা দ্রৌপদী মুর্মুর হাত ধরেই ভারত নতুন শিখরে উঠবে বলে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পরই দ্রৌপদী মুর্মুকে বিজেপি নেতা থেকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সকল রাজনীতিক।