DRDO: চিন সীমান্তে প্যারাশুটে নামবে কামান, নামবে আস্ত গাড়ি, DRDO-র অবাক করা আবিষ্কার
DRDO Parachute: গত সোমবারই দিল্লিতে তার মহড়া হয়ে গেল। অতিকায় এই প্যারাশুটের ডিজাইন তৈরি করেছে ডিআরওডি (DRDO)-র 'এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এসটাবলিশমেন্ট' (Aerial Delivery Research and Development Establishment Unit)। আর সেই ডিজাইন ধরে জিনিসটা বানিয়েছে কানপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা 'গ্লাইডার্স ইন্ডিয়া লিমিটেড' (Gliders India Limited)।
নয়া দিল্লি: প্যারাগ্লাইডিং দেখার বা করার অভিজ্ঞতা অনেকেরই আছে। আকাশে প্যারাশুটে চেপে শূন্যে ভাসার অভিজ্ঞতা নিতান্ত সাধারণ নয়। তবে নিছকই অ্যাডভেঞ্চার বা বিনোদনের জন্য নয়, আরও অনেক কাজে লাগে প্যারাশুট। যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তুপে যাঁরা এখনও কোনওমতে বেঁচে আছেন, তাঁদের জন্য প্যারাশুটের মাধ্যমে ‘ফুড বক্স’ নামাচ্ছে রাষ্ট্রপুঞ্জের নানা শাখা সংস্থা। এই সব প্যারাশুটের ওজন মানুষের ওজনের থেকেও কম। আর যে সব প্যারাশুট নিয়ে একজন পূর্ণবয়স্ক মানুষ প্লেন থেকে ঝাঁপ দিয়ে প্যারাগ্লাইডিং করেন, তার ওজন ১১৫ কেজির মতো হয়। তবে এবার কয়েক ধাপ এগিয়ে এক বিশেষ প্যারাশুট তৈরি করে ফেলেছে ভারত।
প্যারাশুটে করে আকাশ থেকে নামছে গাড়ি কিংবা কামান, এমন দৃশ্য দেখলেও আর অবাক হবেন না। ১০০-১৫০ বা ২০০ নয়, সাড়ে ৯ হাজার কেজি ভার বহনে সক্ষম, এমন প্যারাশুট তৈরি করে ফেলেছে ভারত। গত সোমবারই দিল্লিতে তার মহড়া হয়ে গেল। অতিকায় এই প্যারাশুটের ডিজাইন তৈরি করেছে ডিআরওডি (DRDO)-র ‘এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এসটাবলিশমেন্ট’ (Aerial Delivery Research and Development Establishment Unit)। আর সেই ডিজাইন ধরে জিনিসটা বানিয়েছে কানপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘গ্লাইডার্স ইন্ডিয়া লিমিটেড’ (Gliders India Limited)।
পাকিস্তান ও চিন সীমান্তে ভারতীয় সেনার প্রয়োজনের কথা ভেবেই তৈরি করা হয়েছে এই প্যারাশুট। এগুলির ভার বহন ক্ষমতা সাড়ে ৯ হাজার কেজি হওয়ায় এই প্যারাশুটে চাপিয়ে হাল্কা কামান, ভারী বন্দুক থেকে সেনার ছোট গাড়িও বহন করা যাবে।
পণ্যবাহী সামরিক বিমান থেকে নীচে নামিয়ে দেওয়া যাবে প্রয়োজনীয় জিনিস। নতুন প্যারাশুটের সুরক্ষা ও গুণগত মান পরীক্ষা করে সন্তুষ্ট সেনা। ইতিমধ্যেই ১৫০ ইউনিটের বরাতও দিয়ে দিয়েছে। ১ টন বা ১০ হাজার কেজি ওজনের জিনিসপত্র এয়ারড্রপ করতে পারে, এমন প্যারাশুটকে বলা হয় ‘সুপার ক্যারিয়ার প্যারাশুট’। দুনিয়ার মাত্র চার-পাঁচটা দেশই এখনও পর্যন্ত সুপার ক্যারিয়ার প্যারাশুট বানাতে পেরেছে। সেই তালিকায় এবার নাম লিখিয়ে ফেলল ভারতেও।