Weather Update: এ বছর আর সোয়েটারগুলো বেরবে তো! যা ‘খেল’ দেখাচ্ছে আবহাওয়া…

Weather Update: আজ মহানগরের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে তিন জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Weather Update: এ বছর আর সোয়েটারগুলো বেরবে তো! যা 'খেল' দেখাচ্ছে আবহাওয়া...
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2024 | 8:59 AM

কলকাতা: কোথায় মিঠে রোদ পিঠে লাগিয়ে সকালে বারান্দায় বসে ব্রেকফাস্ট করবেন, তা নয় জুটছে মেঘলা আকাশ। আর শীত তো লুকোচুরি করছে গত প্রায় এক মাস ধরে। ডিসেম্বরের শুরু থেকেই এই ছবি বাংলায়। শীতের শুরুতে হইহই করে যে সোয়েটার-চাদর বের করা হল, সেগুলোরই বা কী হবে! এবছর আর গায়ে চাপাতে পারবেন তো!

ডিসেম্বরের শুরু থেকেই এবার বারবার ধাক্কা খাচ্ছে শীত। নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্ঝা যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না। মাঝে মাঝে শীত একটু মাথা তোলার চেষ্টা করলেও, আবার ঢাকা পড়ে যাচ্ছে জলীয় বাষ্পে। মঙ্গলবার সকালে উঠেই অনুভব করা গেল, শীতের তেমন প্রকোপ নেই। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, এদিন কলকাতায় থাকবে মেঘলা আকাশ।

নিম্নচাপ আর ঝঞ্ঝার বাধায় কুপোকাত শীত। বড়দিনের আগে ফের বাড়ল রাতের তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ মহানগরের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে তিন জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। বড়দিনেও খুব বেশি শীত পড়ার সম্ভাবনা নেই।