DRDO Missile Test: নিরিবিলিতে ডিম পাড়বে বিরল কচ্ছপ, মিসাইল পরীক্ষা স্থগিত করল DRDO

Rare Sea Turtle: ডিআরডিও একজন আধিকারিককে নির্দিষ্ট করে দেবেন যিনি বন দফতরের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন। এছাড়া ওই দ্বীপে যাতে কেউ কচ্ছপদের বিরক্ত করতে না পারে, তার জন্য বিশেষ পাহারা দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।

DRDO Missile Test: নিরিবিলিতে ডিম পাড়বে বিরল কচ্ছপ, মিসাইল পরীক্ষা স্থগিত করল DRDO
দ্বীপে জড় হবে ৫ লক্ষ কচ্ছপ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 6:01 AM

ভুবনেশ্বর: জনবসতি থেকে দূরে সমুদ্রের ধারে কোনও নিরিবিলি জায়গাই সাধারণ বেছে নেওয়া হয় মিসাইল পরীক্ষার জন্য। ওড়িশার হুইলার দ্বীপ এমনই একটি জায়গা, যেটিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য বেছে নিয়েছে ডিআরডিও। কিন্তু আপাতত ওই জায়গায় সব পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা সংস্থা। আগামী বছরের জানুয়ারি মার্চ মাস পর্যন্ত পরীক্ষা বন্ধ রাখা হয়েছে এক বিশেষ কারণে। ওই দ্বীপ আসলে এক বিরল প্রজাতির কচ্ছপের বাসস্থান। প্রতি বছর এই সময়েই প্রচুর কচ্ছপ জড় হয় ওই দ্বীপে, সেখানেই ডিম পাড়ে তারা। তাই তারা যাতে নিশ্চিন্তে ডিম পাড়তে পারে, তাই এই সিদ্ধান্ত নিয়েছে ডিআরডিও।

মিসাইল পরীক্ষা করা হলে প্রবল শব্দ ও আলো দেখা যাবে, তাতে ডিম পাড়ায় ব্যাঘাত ঘটতে পারে। ওই প্রজাতির কচ্ছপের নাম অলিভ রিডলে সি টার্টল। এরা এই সময় খাবারের সন্ধান করে এই দ্বীপে। অন্তত ৫ লক্ষ কচ্ছপ ঘোরাফেরা করে সেখানে। যে সব ডিম পড়ে থাকে, সেগুলি উর্বর করে মাটি। সম্প্রতি ওড়িশার মুখ্যসচিব পি কে জেনার নেতৃত্বে এক বিশেষ কমিটির বৈঠকে ওই হুইলার দ্বীপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিআরডিও একজন আধিকারিককে নির্দিষ্ট করে দেবেন যিনি বন দফতরের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন। এছাড়া ওই দ্বীপে যাতে কেউ কচ্ছপদের বিরক্ত করতে না পারে, তার জন্য বিশেষ পাহারা দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। সমুদ্রের পাড়ে টহল দেওয়ার জন্য নিযুক্ত করা হচ্ছে ১০ পুলিশকর্মীকে। এছাড়া সেনাবাহিনী ও কোস্ট গার্ড নজর রাখবে যাতে মৎস্যজীবীরা ও দ্বীপে গিয়ে কচ্ছপদের বিরক্ত না করেন।