Droupadi Murmu: সাঁওতালি শাড়ি পরে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 24, 2022 | 12:59 PM

Droupadi Murmu: শনিবার সুকরি এবং তাঁর স্বামী তারিণীসেন টুডু দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। সংসদ ভবনের সেন্ট্রাল হলে দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাঁরাও।

Droupadi Murmu: সাঁওতালি শাড়ি পরে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী?
দ্রৌপদী মুর্মু

Follow Us

নয়া দিল্লি : সোমবার রাজধানী দিল্লিতে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেব শপথ গ্রহণ করবেন দ্রৌপদী মুর্মু। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হতে চলেছেন তিনি। সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁকে দেখা যেতে পারে সাঁওতালি শাড়িতে। তাঁর ভাতৃবধূ সুকরি টুডু ইতিমধ্যেই বিশেষ সেই শাড়ি নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। পূর্ব ভারতে সাঁওতালি মহিলাদের এই ধরনের বিশেষ শাড়ি পরতে দেখা যায়। শনিবার সুকরি এবং তাঁর স্বামী তারিণীসেন টুডু দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। সংসদ ভবনের সেন্ট্রাল হলে দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাঁরাও।

সুকরি জানিয়েছেন, “আমি দিদির জন্য এই সাঁওতালি শাড়িটি নিয়ে যাচ্ছি। আমার আবেদন, দিদি শপথ গ্রহণের সময় যেন এই শাড়িটি পরেন। আমি ঠিক জানি না, অনুষ্ঠানের সময় তিনি কী পরবেন। নতুন রাষ্ট্রপতি কী পোশাক পরবেন, তা রাষ্ট্রপতি ভবন ঠিক করবে।” সাঁওতালি শাড়িতে সুতোর বিশেষ কাজ থাকে এবং সাঁওতালি মহিলারা বিশেষ অনুষ্ঠানের সময় ওই শাড়ি পরে থাকেন। সাঁওতালি এই শাড়িগুলির এক প্রান্তে কিছু স্ট্রাইপের ডিজাইন করা থাকে।

দ্রৌপদী মুর্মুর ভাতৃবধূ সুকরি তাঁর স্বামী এবং পরিবারের সঙ্গে ময়ূরভঞ্জের রায়রাংপুরের কাছে আপরবেদা গ্রামে থাকেন। তাঁরা নতুন রাষ্ট্রপতির জন্য এক বিশেষ ধরনের পিঠেও নিয়ে যাচ্ছেন। মুর্মুরা এই বিশেষ পিঠেকে ‘আরিসা পিঠে’ বলে থাকেন। দ্রৌপদী মুর্মুর মেয়ে এবং জামাই ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছে গিয়েছেন। তাঁরা এখন হবু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেই রয়েছেন দিল্লিতে।

বিজেপির এক বর্ষীয়ান নেতা জানিয়েছেন, “হবু রাষ্ট্রপতির পরিবারের চারজন সদস্য – ভাই, ভ্রাতৃবধূ, মেয়ে এবং জামাই শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় হাজির থাকবেন।” দেশের ১৫ তম রাষ্ট্রপতির শপথ গ্রহণের সময়ে আদিবাসী সংস্কৃতির ছোঁয়াও থাকতে পারে বলে জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, বিজেডি প্রধান এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক শনিবারই চার দিনের সফরে দিল্লিতে গিয়েছেন। দ্রৌপদী মুর্মুর শপথ অনুষ্ঠানে তাঁরও যোগ দেওয়ার কথা রয়েছে।

Next Article
Monkeypox in India: কেরলের পর এবার দিল্লি, খোঁজ মিলল চতুর্থ মাঙ্কিপক্সে আক্রান্তের
Police Found Money Filled Bag: ‘বেওয়ারিশ’ ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ভর্তি শুধু ৫০০ ও ২ হাজারের নোট, ৪৫ লক্ষ টাকা নিয়ে যা করলেন পুলিশকর্মী…