Liquor Permission: সুরাপ্রেমীদের জন্য সুখবর, ড্রাই স্টেটেও মিলবে মদ, কীভাবে?

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 23, 2023 | 12:43 PM

Gujarat: গুজরাট সরকারের তরফে জানানো হয়েছে, এবার থেকে হোটেল, রেস্তোরাঁ ও ক্লাবগুলিতে "ওয়াইন অ্যান্ড ডাইন" পরিষেবা পাওয়া যাবে। তবে এই পরিষেবা মিলবে শুধু গুজরাট ইন্টারন্যাশনাল ফিন্যান্স টেক সিটি, যা 'গিফ্ট' নামেও পরিচিত। রাজ্য সরকারের নারকোটিক্স ও আবগারি বিভাগের তরফে বিবৃতি জারি করে মদ বিক্রির কথা জানানো হয়েছে।  

Liquor Permission: সুরাপ্রেমীদের জন্য সুখবর, ড্রাই স্টেটেও মিলবে মদ, কীভাবে?
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

আহমেদাবাদ: সুরাপ্রেমীদের দুঃখ-কষ্টের দিন শেষ, ড্রাই স্টেটেও এবার মিলবে মদ। অবশেষে গুজরাটে মদ বিক্রির অনুমতি মিলল। ১৯৬০ সাল থেকে গুজরাটে নিষিদ্ধ করা হয় মদ বিক্রি। তারপর থেকেই ড্রাই স্টেট গুজরাট। দীর্ঘ ৬৩ বছর পর মোদী রাজ্যে মিলল মদ বিক্রি ও পানের অনুমতি। তবে শর্তসাপেক্ষে।

গুজরাট সরকারের তরফে জানানো হয়েছে, এবার থেকে হোটেল, রেস্তোরাঁ ও ক্লাবগুলিতে “ওয়াইন অ্যান্ড ডাইন” পরিষেবা পাওয়া যাবে। তবে এই পরিষেবা মিলবে শুধু গুজরাট ইন্টারন্যাশনাল ফিন্যান্স টেক সিটি, যা ‘গিফ্ট’ নামেও পরিচিত। রাজ্য সরকারের নারকোটিক্স ও আবগারি বিভাগের তরফে বিবৃতি জারি করে মদ বিক্রির কথা জানানো হয়েছে।

জানা গিয়েছে, গিফ্ট সিটির হোটেল, রেস্তোরাঁগুলিতে মদ বিক্রির পারমিট দেওয়া হবে। হোটেল-রেস্তোরাঁর মালিক ও কর্মীদেরও লাইসেন্স দেওয়া হবে। তবে বোতল বন্দি মদ বিক্রি করা যাবে না, শুধুমাত্র ‘ওয়াইন অ্যান্ড ডাইনে’ই খাবারের সঙ্গে বিভিন্ন ধরনের মদ পাওয়া যাবে।

গিফ্ট সিটিতে অবস্থিত বা গিফ্ট সিটি যাওয়ার পথে যে হোটেল, রেস্তোরাঁ বা ক্লাবগুলিকেও এফএল৩ লাইসেন্স দেওয়া হবে। সেখানেও ওয়াইন অ্যান্ড ডাইন পরিষেবা পাওয়া যাবে। তবে এই রেস্তোরাঁগুলি বোতলবন্দি মদ বিক্রি করা যাবে না।

প্রসঙ্গত, ১৯৬০ সাল থেকে গুজরাটে মদ নিষিদ্ধ।

Next Article