মস্কো: দিন দুয়েক আগেই সামনে এসেছিল এক চাঞ্চল্যকর তথ্য। ভারতীয়দের ঠকিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করছে পুতিন সরকার। চলতি সপ্তাহেই রাশিয়ায় আটকে থাকা ৭ যুবকের সাহায্যের কাতর আর্তিও ভাইরাল হয়। এবার আরও দুঃখের খবর। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহিদ হলেন এক ভারতীয় যুবক। জানা গিয়েছে, ওই যুবককেও মিথ্যা কথা বলে রুশ সেনায় যোগ দেওয়ানো হয়েছিল। মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফেও যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ আসফান। তাঁর বাড়ি হায়দরাবাদে। বিদেশ মন্ত্রকের তরফে রাশিয়ায় ভারতীয় যুবকের মৃত্য়ুর খবর নিশ্চিত করা হলেও, কীভাবে তাঁর মৃত্যু হল বা ওই যুবক রাশিয়ায় কী করছিল, সে সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি। বিদেশ মন্ত্রকের পোস্টে বলা হয়েছে, “ভারতীয় নাগরিক মহম্মদ আসফানের দুর্ভাগ্যজনক মৃত্যু সম্পর্কে জানতে পেরেছি। আমরা তাঁর পরিবার ও রাশিয়ার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। তাঁর মরদেহ ভারতে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।”
We have learnt about the tragic death of an Indian national Shri Mohammed Asfan. We are in touch with the family and Russian authorities. Mission will make efforts to send his mortal remains to India.@MEAIndia
— India in Russia (@IndEmbMoscow) March 6, 2024
আসফানের পরিবারের তরফে জানানো হয়েছে, এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি-ই তাঁদের প্রথম চাকরির টোপ দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া এবং সেখানে সে দেশের হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ লড়তে গিয়ে মৃত্যুর খবর জানান।
প্রসঙ্গত, শুধু আসফান নয়, কমপক্ষে ২৪ জন ভারতীয় যুবককে এভাবেই চাকরি ও অন্যান্য প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া এবং সেখানে জোর করে সেনাবাহিনীতে যোগ দেওয়ানো হয়েছে বলে অভিযোগ। গত ২১ ফেব্রুয়ারিই মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি প্রথম এই তথ্য প্রকাশ্যে আনেন। তিনি জানান, তেলঙ্গানা, গুজরাট, কর্নাটক, জম্মু-কাশ্মীর ও উত্তর প্রদেশ থেকে বহু যুবককে প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে এই মর্মে চিঠিও লেখেন তিনি। পরে বিদেশ মন্ত্রকের তরফেও জানানো হয়, কমপক্ষে ২০ জন ভারতীয় রাশিয়ায় আটকে রয়েছেন। তারা ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন। কেন্দ্র তাদের ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করছে।