AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যাত্রীই নেই, ১৪ টি প্যাসেঞ্জার ও দূরপাল্লার ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত পূর্ব রেলের

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ট্রেনগুলির চলাচল বন্ধ থাকবে বলে এ দিন জানিয়েছে রেলওয়ে।

যাত্রীই নেই, ১৪ টি প্যাসেঞ্জার ও দূরপাল্লার ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত পূর্ব রেলের
প্রতীকী চিত্র
| Updated on: Apr 30, 2021 | 11:37 PM
Share

কলকাতা: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। ফলে গণপরিবহণ এড়াতে শুরু করেছেন নিত্যযাত্রীরা। প্রয়োজন ছাড়া দূরে ভ্রমণ থেকেও বিরত থাকছেন সকলে। এই অবস্থায় এ বার একাধিক দূরপাল্লার ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে। সূত্রের খবর, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি হওয়ার কারণে যাত্রী সংখ্যা কম হচ্ছে। সেই কারণে মোট ১৪ টি প্যাসেঞ্জার এবং দূরপাল্লার ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ট্রেনগুলির চলাচল বন্ধ থাকবে বলে এ দিন জানিয়েছে রেলওয়ে।

একনজরে দেখে নিন কোন কোন ট্রেন পরিষেবা বন্ধ করা হচ্ছে…

হাওড়া-বোলপুর (শান্তিনিকেতন) স্পেশাল বোলপুর (শান্তিনিকেতন)-হাওড়া স্পেশাল শিয়ালদহ-আসানসোল স্পেশাল আসানসোল-শিয়ালদহ স্পেশাল হাওড়া-সিউড়ি স্পেশাল সিউড়ি-হাওড়া স্পেশাল ভাগলপুর-মুজফফরপুর স্পেশাল মুজফফরপুর-ভাগলপুর স্পেশাল নবদ্বীপ ধাম-মালদা স্পেশাল মালদা-নবদ্বীপ ধাম স্পেশাল দিঘা-আসানসোল স্পেশাল আসানসোল-দিঘা স্পেশাল আসানসোল-টাটা স্পেশাল টাটা-আসানসোল স্পেশাল

রেলওয়ের পক্ষ থেকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, যে সমস্ত দূরপাল্লা এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে সেগুলিতে পর্যাপ্ত যাত্রী হচ্ছিল না। সেই কারণে তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ওই সমস্ত ট্রেন বাতিল হলেও ওই নির্দিষ্ট রুটে অন্যান্য ট্রেন রয়েছে যার মাধ্যমে যাত্রীরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন।

আরও পড়ুন: সংক্রমণ রুখতে নয়া নির্দেশিকা নবান্নের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ সিনেমা হল-শপিং মল, বেঁধে দেওয়া হল বাজারের সময়

প্রসঙ্গত, দেশজুড়ে করোনার প্রথম ঢেউ ধাক্কা মারার পরও একটা দীর্ঘ সময় থমকে ছিল রেলের চাকা। প্রায় সমস্ত ধরনের ট্রেন চলাচল বাতিল করে দেওয়া হয় সাময়িকভাবে। পরবর্তী সময় সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হলে নতুন করে শুরু হয় পরিষেবা। কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউ যেন অতীতের স্মৃতিকেই ফিরিয়ে আনছে ক্রমশ।

আরও পড়ুন: করোনার বিরুদ্ধে লড়তে সশস্ত্র সেনাবাহিনীকে বিশেষ আর্থিক ক্ষমতা প্রতিরক্ষা মন্ত্রকের