ওভেন ফেলে দিয়ে ‘জুমলা’ খান, মোদী সরকারকে কটাক্ষ রাহুলের

তন্নিষ্ঠা ভাণ্ডারী | Edited By: tista roychowdhury

Mar 01, 2021 | 2:34 PM

চার দিনের মধ্যে ৫০ টাকা বেড়েছে ভর্তুকিবিহীন গ্যাসের দাম (LPG Price Hike)। একাধিক কংগ্রেস (Congress) নেতা এই ইস্যুতে সরব হয়েছেন আগেই।

ওভেন ফেলে দিয়ে জুমলা খান, মোদী সরকারকে কটাক্ষ রাহুলের
রাহুল গান্ধী ওয়ার্ধার সেবাগ্রাম আশ্রমে আয়োজিত চার দিনের সর্বভারতীয় কংগ্রেস কমিটির এক ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে নিজের এই চিন্তাধারা সকলের সঙ্গে ভাগ করে নেন। দেশের সব রাজ্যের কংগ্রেস প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশগ্রহন করেছেন। ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: দেশের একাধিক জায়গায় পেট্রোলের দাম (Petrol Price) ১০০ পেরিয়েছে ইতিমধ্যেই। গ্যাসের দামও বাড়ল (LPG Price Hike) পরপর বেশ কয়েকবার। আর এই জোড়া ইস্যুকে হাতিয়ার করতে পিছপা হচ্ছেন না বিরোধীরা। ফেব্রুয়ারিতেই গ্যাসের দামকে সামনে রেখে সাংবাদিক বৈঠক করেছিল কংগ্রেস (Congress)। মোদী সরকার দেশের মা-বোনেদের কথা ভাবছে না, এমন বার্তা দিয়েছিল কংগ্রেস নেতৃত্ব। ১ মার্চ থেকে গ্যাসের দাম বেড়েছে ফের। আর তারপরই আবার বিরোধিতা সরব কংগ্রেস।

গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে টুইটারে ক্ষোভ উগরে দিলেন রাহুল গান্ধী। সোমবার গ্যাসের দাম নতুন করে বাড়ার পর সাধারণ মানুষের জন্য টুইটারে তিনটি বিকল্প উপায় বাতলেছেন তিনি। লিখেছেন, ব্যবসা গুটিয়ে ফেলুন, রান্নার ওভেন ফেলে দিন আর ‘জুমলা’ অর্থাৎ মিথ্যা প্রতিশ্রুতি খান।

সোমবার থেকে কার্যকর হয়েছে কেন্দ্রের নির্ধারিত নতুন দাম। ভর্তুকি বিহীন গ্যাসের দাম বেড়েছে ২৫ টাকা। কলকাতায় দাম বৃদ্ধির ফলে ১৪.২ কেজির রান্নার গ্যাস মিলছে ৮৪৫ টাকা ৫০ পয়সায়। এর আগে ২৪ ফেব্রুয়ারি ২৫ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। মাত্র ৪ দিনের মধ্যে দাম বাড়ল ৫০ টাকা।

ফেব্রুয়ারিতেই পরপর একাধিকবার গ্যাসের দাম বেড়েছে। গত মাসেই এই ইস্যু নিয়ে সাংবাদিক বৈঠক করেছিল কংগ্রেস। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত বলেছিলেন, নিষ্ঠুর নরেন্দ্র মোদী সরকার শুধু কৃষকদের প্রতি অন্যায় করছেন তাই নয়, সাধারণ মানুষ ও মা-বোনেদের বিপদের মুখে ফেলছে। এই ইস্যুতে সরব হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। টুইটারের পোস্টে তিনি দাবি করেছিলেন, মোদী সরকার শুধু তাঁর বিলিয়নেয়ার বন্ধুদের জন্য কাজ করছেন।

যদিও আগেই পেট্রোল ও গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী। কয়েক দিন আগে তিনি বলেন, “অতিরিক্ত শৈত্যপ্রবাহের জন্যই গ্যাস ও পেট্রোলের দাম বাড়ছে। শীত চলে গেলেই দাম কমে যাবে। এই ব্যাখ্যায় অবশ্য খুব একটা যুক্তি খুঁজে পাচ্ছে না বিরোধীরা। কংগ্রেস নেতা ড. অজয় কুমার একটি পোস্টে কটাক্ষ করে লেখেন, গ্যাস কিংবা পেট্রোল কোনও মরশুমি ফল?

আরও পড়ুন: ৪ দিনের ব্যবধানে ফের বাড়ল দাম, মাসের শুরুতেই মহার্ঘ হচ্ছে রান্নার গ্যাস

উল্লেখ্য, বর্তমানে রান্নার জন্য সর্বোচ্চ ১২টি সিলিন্ডার বরাদ্দ প্রত্যেক পরিবারের জন্য। তারপরও রান্নার গ্যাস লাগলে তা ভর্তুকি ছাড়াই কিনতে হয়। এ বারের বাজেটে অধিক শুল্ক বসেছে পেট্রোল, ডিজেলের উপর। তবে তরল সোনার দাম বাড়বে না বলেই আশ্বাস দিয়েছিলেন অর্থমন্ত্রী। সামনের মে মাস থেকেই ভর্তুকি উঠে যাচ্ছে কেরোসিন থেকে। যার ফলে দাম বাড়বে কেরোসিনের।

Next Article