Election Commission: ‘সঠিক সময়ে যাচাই করে না…’, রাজনৈতিক দলগুলির দিকে ‘গাফিলতির’ দায় ঠেলল কমিশন
Election Commission: সম্প্রতি রাহুল গান্ধী আবার এক ধাপ এগিয়ে গিয়ে ‘ভোট কারচুপির’ অভিযোগ এনে বসেছিলেন। সব মিলিয়ে কমিশন একেবার জর্জরিত। দিন পেরতেই তাদের আবার রয়েছে সাংবাদিক বৈঠক।

নয়াদিল্লি: কাজের সময় রাজনৈতিক দলগুলিকে পাওয়া যায় না। একদিকে যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে লাগাতর ‘ভোট কারচুপি’ ও তালিকা যাচাইয়ে নানা গাফিলতির অভিযোগ তুলছে বিরোধী শিবির। সেই আবহেই এমন বিবৃতি কমিশনের।
শনিবার একটি বিবৃতি জারি করে দেশের নির্বাচন কমিশন জানিয়েছে, “এখন বোঝা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের বুথ লেভেল এজেন্ট বা বিএলএ-রা ভোটার তালিকাগুলিকে ঠিক ভাবে নিরিক্ষণ করেন না। সঠিক সময়ে ন্যায্য পথে নিজেদের দাবি বা অভিযোগগুলিকেও তুলে ধরে না।”
কিন্তু হঠাৎ করেই ‘সঠিক সময়ের’ কথা কেন তুলছে কমিশন? অভিযোগের কি কোনও ‘মাহেন্দ্রক্ষণ’ রয়েছে? ঠিক তেমনটা নয়। খুব সহজ ভাষায় বলতে গেলে, সাম্প্রতিককালে নির্বাচন কমিশনকে নানা ভাবে প্রশ্নের মুখে ফেলেছে বিরোধী শিবির। সম্প্রতি রাহুল গান্ধী আবার এক ধাপ এগিয়ে গিয়ে ‘ভোট কারচুপির’ অভিযোগ এনে বসেছিলেন। সব মিলিয়ে কমিশন একেবার জর্জরিত। দিন পেরতেই তাদের আবার রয়েছে সাংবাদিক বৈঠক।
আর তার প্রায় ২৪ ঘণ্টা আগেই বন্দুকটা রাজনৈতিক দলগুলির দিকেই ঘুরিয়ে দিল কমিশন, দাবি একাংশের। অভিযোগ তুলল, যখন রাজনৈতিক দলগুলিকে ভোটার তালিকা যাচাইয়ের জন্য দেওয়া, তারা সেই কাজ সঠিক ভাবে করে না। অবশ্য, এই অভিযোগ ফেলে দেওয়ার মতো নয় বলেই দাবি ওয়াকিবহাল মহলের। কারণ, সম্প্রতি বিহারে বিশেষ এবং নিবিড় সমীক্ষার পর ও খসড়া তালিকা প্রকাশের আগে যে সকল ভোটারের হদিশ পায়নি কমিশন, তাদের একটি তালিকা তুলে দেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলির হাতে। সেই সময় যে সকল ভোটার তখনও নিজেদের নথি জমা দেননি, তাদের সচেতন করার কথা রাজনৈতিক দলগুলিকেই বলেছিল নির্বাচন কমিশন।

