নয়া দিল্লি: লালু প্রসাদ যাদব ও রাবড়ি দেবীর পর এবার ইডি-র নজরে তাঁদের পুত্র তথা বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejaswi Yadav)। শুক্রবার তাঁর দিল্লির বাড়িতে শুরু হয়েছে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি। এদিন সকাল থেকে দেশের প্রায় ১৫ টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি (ED)। মূলত জমির বদলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। আর সেই তদন্তের কেন্দ্রে নজরে রয়েছে লালু প্রসাদের পুরো পরিবার। অভিযোগ, রেলে চাকরি দিয়ে ঘুষ হিসেবে অনেকের কাছ থেকে জমি নিয়েছিলেন যাদব পরিবারের সদস্যরা।
গত ৭ মার্চ প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবকে দিল্লিতে তাঁর মেয়ে মিসা ভারতীর বাড়িতে একটানা ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কিডনির অস্ত্রোপচারের পর থেকে পান্ডারা রোড হাউসে মিসার বাড়িতেই রয়েছেন লালু। তাঁকে জিজ্ঞাসাবাদ করার ঠিক আগের দিন পাটনায় তাঁদের বাড়িতে স্ত্রী রাবড়ি দেবীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সিবিআই-এর মামলায় মূলত অভিযোগ, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত অর্থাৎ লালু রেলমন্ত্রী থাকাকালীন সস্তায় বেশ কিছু জমি নিয়েছিলেন যাদব পরিবারের সদস্যরা। বদলে রেলে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের মধ্যে রয়েছে লালুর মেয়ে মিশা ও হেমার নাম।
২০২২ সালের মে মাসে এই অভিযোগে একটি এফআইআর দায়ের হয়। তাতে ১২ জনের নাম ছিল, যাঁরা জমি দেওয়ার বিনিময়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। গত বছর এই মামলায় লালু প্রসাদের সহযোগী তথা প্রাক্তন ওএসডি ভোলা যাদবকে গ্রেফতার করে সিবিআই।
এই মামলায় সিবিআই-এর চার্জশিটে মোট ১৬ জনের নাম রয়েছে। তাঁদের প্রত্যেককে ১৫ মার্চের মধ্যে তলব করা হয়েছে। গত রবিবার বিরোধী দলগুলি কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নিয়ে একজোট হয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখে। ঠিক তার পরের দিনই বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রীর বাড়িতে সিবিআই যাওয়ার খবর সামনে আসে।