Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Eid-Ul-Fitar: সৌদিতে দেখা মিলল ইদের চাঁদ, ভারতে কবে পালিত হবে ইদ-উল-ফিতর?

সৌদি কর্তৃপক্ষের তরফে শুক্রবার ইদ উৎসবের ঘোষণা করে স্কুল, কলেজ, অফিসে ছুটিও ঘোষণা করা হয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল, চারদিন ছুটি ঘোষণা করা হয়েছে।

Eid-Ul-Fitar: সৌদিতে দেখা মিলল ইদের চাঁদ, ভারতে কবে পালিত হবে ইদ-উল-ফিতর?
ইদের চাঁদ।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 11:21 PM

নয়া দিল্লি: সৌদি আরবে দেখা দিয়েছে ইদের চাঁদ। বৃহস্পতিবার রাতেই সৌদির (Saudi Arabia) আকাশে দেখা গিয়েছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। ফলে আগামিকাল অর্থাৎ শুক্রবারই খুশির ইদ (Eid) পালিত হবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে। সৌদি কর্তৃপক্ষের তরফে একথা ঘোষণা করা হয়েছে। ফলে সৌদি আরবে ইদ উৎসবের একদিন পর অর্থাৎ শনিবার ভারত (India) সহ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেইয়ে পালিত হবে ইদ-উল-ফিতর।

সৌদি কর্তৃপক্ষের তরফে শুক্রবার ইদ উৎসবের ঘোষণা করে স্কুল, কলেজ, অফিসে ছুটিও ঘোষণা করা হয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল, চারদিন ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণভাবে সৌদিতে ইদ-উল-ফিতর যেদিন পালিত হয়, তার একদিন পর ভারতে খুশির ইদ পালিত হয়। এবারেও তার ব্যতিক্রম হবে না। সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে বলে ইতিমধ্যে ফুরফরা শরিফের তরফেও ঘোষণা করা হয়েছে। ফলে ভারতে শনিবার ইদ উৎসব পালিত হবে। অন্যদিকে, অস্ট্রেলিয়া, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেইয়ে এদিন ইদের চাঁদ দেখা যায়নি। ফলে এই দেশগুলিতেও শনিবার ইদ পালিত হবে বলে দেশগুলির তরফে জানানো হয়েছে।

তবে বাংলাদেশে শুক্রবার চাঁদ দেখা না গেলে শনিবার নয়, ৩০ দিন রোজা শেষে রবিবারই ইদ উৎসব পালিত হবে বলে বাংলাদেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সূত্রে খবর।

প্রসঙ্গত, এক মাস রোজা (উপবাস) রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন ইদ-উল-ফিতর হিসাবে পালিত হয়। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, প্রত্যেক আরবি মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তা নির্ভর করে চাঁদ দেখতে পাওয়ার উপর। সৌদি আরবের আকাশে প্রথম চাঁদ দেখা যায়। সেই মতো সৌদি সহ ভারত ও অন্যান্য দেশের ইদ পালিত হয়।