মুম্বই : মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করার পরই উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) নেওয়া সিদ্ধান্ত বাতিল করেছেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। সূত্র মারফত জানা গিয়েছে, মুম্বইয়ে কারশেড প্রকল্প (Mumbai Car Shed Project) ফের আরে কলোনিতে (Aarey Colony) ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শিন্ডে সরকার। এই প্রকল্প নিয়ে আগেই অনেক বিতর্ক তৈরি হয়েছিল। পরিবেশ প্রেমীরা সেখানে গাছ কাটাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করেছিলেন। ফের আরও একবার পরিবেশের দোহাই দিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে বিঁধলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শুক্রবার তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, মুম্বইয়ের পরিবেশ নিয়ে খেলবেন না।
এদিন মুম্বইয়ের সেনা ভবনে ভাষণের সময় শিন্ডে সরকারের সিদ্ধান্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন উদ্ধব ঠাকরে। তিনি এদিন বলেছেন, ‘আমার উপর থাকা ক্ষোভ মুম্বইবাসীর উপর দেখাবেন না। মেট্রোর শেড নিয়ে প্রস্তাব পরিবর্তন করবেন না। মুম্বইয়ের পরিবেশ নিয়ে খেলা করবেন না।’ প্রসঙ্গত, মুম্বইয়ের কারশেড প্রকল্প নিয়ে অতীতে বহু বিতর্কের সূত্রপাত হয়েছে। এই প্রকল্পে মুম্বইয়ের আরে কলোনিতে অনেক গাছ কাটা হয়েছিল। মেট্রো কারশেডের কাজ শুরু হতেই সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবেশপ্রেমীরা। ২০১৯ সালে মুখ্য়মন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করার পর এই কোলাবা-বান্দ্রা-শিপজ মেট্রো ৩ করিডরের কাজ স্থগিত করে দিয়েছিলেন উদ্ধব ঠাকরে। আরে কলোনিকে রিজার্ভ ফরেস্টের আখ্য়া দিয়েছিল মহাবিকাশ আগাড়ি সরকার। এবং এই প্রকল্প বাস্তবায়িত হলে পরিবেশের ক্ষতি হতে পারে এই সম্ভবনায় সেখান থেকে মেট্রোর কাজ সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই সেই প্রকল্প পুনরায় চালু করার জন্য কথাবার্তা শুরু করেছেন একনাথ শিন্ডে। এবার সরকারের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে সতর্ক করলেন উদ্ধব ঠাকরে। প্রসঙ্গত, এদিকে ২০১৪ সালে বিজেপির সঙ্গে জোটে থাকাকালীনও আরে কলোনিতে মেট্রোর কারশেড তৈরি প্রকল্পের বিরোধিতা করেছিল শিবসেনা।