Ayushmann Khurrana: কোনও রাজনৈতিক দলের নয়, তবুও ভোট প্রচার করছেন আয়ুষ্মান খুরানা, ব্যাপারটা কী?

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 03, 2024 | 12:38 PM

Lok Sabha Election 2024: প্রচারের ময়দানে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। তবে কোনও দলের নয়। এমনিই ভোট প্রচার করছেন তিনি। কেন? জাতীয় নির্বাচন কমিশনের তরফেই নিয়োগ করা হয়েছে আয়ুষ্মান খুরানাকে।

Ayushmann Khurrana: কোনও রাজনৈতিক দলের নয়, তবুও ভোট প্রচার করছেন আয়ুষ্মান খুরানা, ব্যাপারটা কী?
আয়ুষ্মান খুরানা।
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: রাজনীতির ময়দানে এবার আরও এক বলি তারকা। এবার প্রচারের ময়দানে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে (Ayushmann Khurrana)। তবে কোনও দলের নয়। এমনিই ভোট প্রচার করছেন তিনি। কেন? জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফেই নিয়োগ করা হয়েছে আয়ুষ্মান খুরানাকে। যুব প্রজন্মকে ভোটের বুথ অবধি টেনে আনার জন্যই প্রচার চালানোর দায়িত্ব পেয়েছেন আয়ুষ্মান।

যুব প্রজন্ম যাতে আসন্ন লোকসভা নির্বাচনে অংশ নেন এবং নিজেদের মূল্যবান ভোট দেন, তার জন্যই জাতীয় নির্বাচন কমিশনের তরফে একটি প্রচার ভিডিয়ো তৈরি করা হয়েছে। সেই ভিডিয়োতেই দেখা গিয়েছে আয়ুষ্মান খুরানাকে। ইয়ুথ আইকন হিসাবে নিয়োগ করা হয়েছে তাঁকে।

দম লাগা কে হাইসা থেকে শুরু করে ড্রিম গার্ল, বরেলি কি বরফি, আন্ধাধুনের মতো সিনেমায় অভিনয় করেছেন আয়ুষ্মান। এবার তাঁকে দেখা যাবে নির্বাচন কমিশনের হয়ে ভোটের প্রচার করতে। এই নতুন দায়িত্ব পেয়ে আয়ুষ্মান বলেন, “দেশ গড়ার এই প্রক্রিয়ায় সকলের অংশ নেওয়া এবং ভোট দান করা উচিত। যিনি বিশ্বের কাছে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবেন, সংসদে আমাদের চাহিদা-দাবি-দাওয়া তুলে ধরবেন, তাঁকে বাছাই করার ক্ষমতা এটা। প্রত্যেকটা ভোট মূল্যবান। ভোটদান হল গণতান্ত্রিক দেশে ক্ষমতায়নের প্রতীক।”
ইয়ুথ আইকন হিসাবে প্রচারের দায়িত্ব নেওয়ার জন্য আয়ুষ্মান খুরানার প্রশংসা করে নির্বাচন কমিশনের ভোটার এডুকেশন ডিরেক্টর সন্তোষ আজমেরা। তিনি বলেন, “সিনেমা কারোর ব্যক্তিগত জীবন ও আচরণের ধারাভাষ্য হলেও, অনেকেই ভোটের দিনকে ছুটি হিসাবে মনে করেন। ভোট না দেওয়ার জন্য তাদের কাছে শতাধিক বাহানা থাকে। সেখানেই আয়ুষ্মান সুন্দর একটি বার্তা দিয়েছেন এবং ভোট দেওয়ার কারণ তুলে ধরেছেন।”
তিনি  আরও বলেন, ” আয়ুষ্মান খুরানার অভিনয় অসাধারণ এবং অত্যন্ত প্রভাব সৃষ্টিকারীও। যুব প্রজন্ম তাঁর সঙ্গে মিল খুঁজে পায়। আয়ুষ্মানের এই জনপ্রিয়তাকেই কাজে লাগিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। যুব প্রজন্মকে ভোটদানে অনুপ্রাণিত করার দায়িত্ব দিয়েছে। এটা গণতান্ত্রিক কাজ এবং ভবিষ্যৎ গঠনের জন্য দায়িত্বও।”

আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ৭ দফায় ভোট গ্রহণ হবে। নির্বাচনের ফল প্রকাশ হবে ৪ জুন।

Next Article