SIR-র পর বিহারে তৈরি খসড়া ভোটার তালিকা, নাম বাদ পড়ল কতজনের?
Bihar SIR: নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নোটিস ছাড়া বা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের অর্ডার ছাড়া এই খসড়া ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ দেওয়া হবে না।

নয়া দিল্লি: হাজারো জল্পনা, গুঞ্জন। ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর পর প্রকাশিত হতে চলেছে বিহারে খসড়া ভোটার তালিকা বা ইলেকটোরাল রোল। জাতীয় নির্বাচন কমিশনের তরফে আগামী ১ অগস্ট এই খসড়া তালিকা প্রকাশ করা হবে। এই তালিকায় একমাত্র বৈধ ভোটারদেরই নাম থাকবে, যারা সঠিক নথি দেখাতে পারবেন।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গত ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত হওয়া ভোটার তালিকায় নিবিড় সংশোধনীতে সঠিকভাবে ফর্ম পূরণ করে জমা দিয়েছেন, কেবল তাদের নাম থাকবে এই খসড়া তালিকায়।
১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার, রাজনৈতিক দল ও অন্যান্যদের হাতে সময় থাকবে ভোটার তালিকায় নাম তোলা বা ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার বিরোধিতা করার। ভোটার লিস্টে যদি কোনও ভুল থাকে, তাও চ্যালেঞ্জ করা যাবে। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (EROs) এবং অ্যাসিস্টান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (AEROs) -রা জমা পড়া আবেদন খুটিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় সংশোধন করবেন। সব তালিকা প্রস্তুত হয়ে গেলে ৩০ সেপ্টেম্বর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নোটিস ছাড়া বা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের অর্ডার ছাড়া এই খসড়া ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ দেওয়া হবে না। কমিশন সূত্রেই জানা গিয়েছে, বিহারে ৭.২৪ কোটিরও বেশি ভোটার তাদের ফর্ম জমা করেছেন। যদিও বিহারে মোট রেজিস্টার্ড ভোটারের সংখ্যা ছিল ৭.৮৯ কোটি অর্থাৎ প্রায় ৮.৩১ শতাংশ ভোটার নিবিড় সংশোধনীতে ফর্ম জমা করেননি। এদের মধ্যে অনেকে মারা গিয়েছেন, কেউ আবার অন্য ঠিকানায় চলে গিয়েছেন। একাধিক রাজ্যে রেজিস্টার্ড ভোটারদেরও খোঁজ মিলেছে। কেউ কেউ আবার ফর্ম জমাই করেননি।
নির্বাচন কমিশন জানিয়েছে, যাদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ছে, তার মধ্যে ২২ লক্ষ ভোটার (২.৮৩ শতাংশ) মৃত। ৩৬ লক্ষ (৪.৫৯ শতাংশ) ভোটারদের তাদের রেজিস্টার করা ঠিকানায় পাওয়া যায়নি। অনেকেই অন্য ঠিকানায় চলে গিয়েছেন। ৭ লক্ষ ভোটার (০.৮৯ শতাংশ) একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম তুলে রেখেছে।
বিএলও অফিসাররা জানিয়েছেন, এছাড়াও বহু ভোটার ভিন রাজ্যে গিয়ে সেখানের ভোটার লিস্টে নাম তুলেছেন। অনেকে আবার ফর্ম জমা করতে অস্বীকার করেছেন।
যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে কী করবেন?
যদি কোনও ভোটারের নাম বাদ যায় খসড়া তালিকা থেকে, তাহলে তারা রিপ্রেজেন্টেশন অব পিপলস অ্য়াক্ট ১৯৫০-র ২৪ অনুচ্ছেদের অধীনে জেলা ম্য়াজিস্ট্রেট বা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশনের তরফে একটি স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন ফরম্যাটও প্রকাশ করা হবে।
যাদের একাধিক রাজ্যের ভোটার তালিকায় নাম রয়েছে, তারা কী করবেন?
কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, যাদের একাধিক জায়গার ভোটার তালিকায় নাম রয়েছে, তারা কেবল একটি জায়গাতেই নাম রাখতে পারবেন। ২৪৩ জন ইআরও (ERO) , ২৯৭৬ জন এইআরও (AERO)-ই একমাত্র খসড়া ভোটার তালিকায় সংশোধন বা নাম সংযোজন করতে পারবেন বৈধ নথির উপরে ভিত্তি করে।

