AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission: কেউ মৃত, কেউ কবেই রাজ্য় ছেড়েছে, বিহারে নাম বাদ পড়তে পারে ৩৫ লক্ষ ভোটারের

Election Commission: তারা আরও জানিয়েছে, সেই ৬.৬ কোটি ভোটারের মধ্য়ে সম্ভবত ৩৫ লক্ষ ভোটারের নাম নতুন তালিকা থেকে বাদ যেতে পারে। যা মোট সংখ্যা মাত্র ৫ শতাংশ।

Election Commission: কেউ মৃত, কেউ কবেই রাজ্য় ছেড়েছে, বিহারে নাম বাদ পড়তে পারে ৩৫ লক্ষ ভোটারের
নির্বাচন কমিশনImage Credit: Facebook
| Updated on: Jul 15, 2025 | 10:52 AM
Share

নয়াদিল্লি: আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আসতে এখনও দিন দশেক বাকি। তবে তার আগেই বড় দাবি নির্বাচন কমিশনের। তারা জানিয়েছে, বিহার থেকে অন্ততপক্ষে ৩৫ লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে। ইতিমধ্য়ে আগের তালিকায় উল্লেখিত ৭.৮৯ কোটি ভোটারের মধ্য়ে ৮০ শতাংশের নাম গণনা করা হয়ে গিয়েছে। অর্থাৎ ৬.৬ কোটি ভোটারের বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়েছে কমিশন।

তারা আরও জানিয়েছে, সেই ৬.৬ কোটি ভোটারের মধ্য়ে সম্ভবত ৩৫ লক্ষ ভোটারের নাম নতুন তালিকা থেকে বাদ যেতে পারে। যা মোট সংখ্যা মাত্র ৫ শতাংশ।

এই ৩৫ লক্ষ ভোটারের মধ্য়ে ১২.৫ লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে কিন্তু তাদের নাম এখনও ভোটার তালিকায় রয়ে গিয়েছে। বাকি ১৭.৫ লক্ষ বিহার, যা মোট পরিসংখ্য়ানের ২.২ শতাংশ। তারা বিহার ছেড়ে একেবারের জন্য চলে গিয়েছেন। আরও ৫.৫ লক্ষ ভোটার অস্থায়ী ভাবে বিহারের বাইরে রয়েছেন।

কমিশন আরও জানিয়েছে, এই ভোটার তালিকার একটা খসড়া আগামী পয়লা আগস্ট প্রকাশ করা হবে। যারা ২৫ জুলাইয়ের আগে নিজেদের নাম ২০০৩-এর তালিকার ভিত্তিতে যাচাই করে ফর্ম জমা দেবেন, একমাত্র তারাই সেই খসড়া তালিকায় জায়গা পাবেন।

উল্লেখ্য, ২৫ জুলাই আবেদনের শেষ তারিখ। ২৮ জুলাই রয়েছে সুপ্রিম কোর্টে শুনানি। মূলত, নির্বাচন কমিশনের বিশেষ ও নিবিড় সমীক্ষার বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন মহুয়া মৈত্র-সহ বেশ কয়েকজন। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। কারণ, আগের শুনানিতে নির্বাচন কমিশনেই আস্থা রেখেছে আদালত। জানিয়েছে, এই সমীক্ষা সাংবিধানিক অধিকার। তাই তাদের এই সমীক্ষা করা থেকে কেউ আটকাতে পারে না।

সূত্রের খবর, সেই ২৮ জুলাই নির্বাচন কমিশনের কাছে গুরুত্বপূর্ণ দিন। শুধুমাত্র যে সুপ্রিম শুনানি রয়েছে বলে, তা কিন্তু নয়। জানা গিয়েছে, ওই দিন গোটা দেশজুড়ে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেবে তারা। এখনও গোটা বিষয়টা আলোচনা পর্বের অধীন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ২৮ তারিখ। মূলত, দেশব্যাপী অবৈধ ভোটারদের ‘চিহ্নিত’ করতেই এই সমীক্ষার কথা ভাবছে তারা।